বাজারের লাগাম টানতে আরও চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বাজার স্থিতিশীল রাখতে আরও ৯ লাখ টন চাল কিনবে সরকার।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দর প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ৪ লাখ টন চাল কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে। বাকি ৫ লাখ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। দ্রুততম সময়ে চাল আনার জন্য দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।

খরার কারণে এবার আমনের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় চালের যাতে কোনো ঘাটতি সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই বড় ধরনের ক্রয় পরিকল্পনা নিয়েছে সরকার।

এর আগে ভারত ও মিয়ানমার থেকে সাড়ে তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার, যার অনুমোদন এরই মধ্যে ক্রয় কমিটি দিয়েছে। এ ছাড়া রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এখন নতুন করে আরও ৯ লাখ টন চাল আমদানির নীতিগত অনুমোদন দিল সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media

বাজারের লাগাম টানতে আরও চাল কিনবে সরকার

Update Time : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

বাজার স্থিতিশীল রাখতে আরও ৯ লাখ টন চাল কিনবে সরকার।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দর প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ৪ লাখ টন চাল কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে। বাকি ৫ লাখ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। দ্রুততম সময়ে চাল আনার জন্য দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।

খরার কারণে এবার আমনের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় চালের যাতে কোনো ঘাটতি সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই বড় ধরনের ক্রয় পরিকল্পনা নিয়েছে সরকার।

এর আগে ভারত ও মিয়ানমার থেকে সাড়ে তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার, যার অনুমোদন এরই মধ্যে ক্রয় কমিটি দিয়েছে। এ ছাড়া রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এখন নতুন করে আরও ৯ লাখ টন চাল আমদানির নীতিগত অনুমোদন দিল সরকার।