বাঘের আক্রমণে মৌয়াল নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:২১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১৫৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের হোগলডাঙ্গা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে হাবিবুর রহমান (২৭) নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন।
.

বুধবার (১৪ এপ্রিল) সকালে মধু সংগ্রহকালে তিনি বাঘের কবলে পড়েন। বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বনবিভাগের সহায়তায় সুন্দরবনের মধ্যে প্রবেশ করে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ নিয়ে এলাকায় ফিরে আসে।

রমজাননগর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে এপ্রিলের শুরুতে সহযোগীদের নিয়ে উপজেলার মীরগাং গ্রামের হাবিবুর রহামন সুন্দরবনে প্রবেশ করেন। বুধবার সকালে আকস্মিকভাবে বাঘ তার ওপর হামলে পড়ে এবং দেহটি নিয়ে বনের গভীরে চলে যায়। এক পর্যায়ে সহযোগী মৌয়ালদের মাধ্যমে হাবিবুরকে বাঘে নিয়ে যাওয়ার খবরে স্থানীয়রা সুন্দরবনে ঢুকে তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে সুন্দরবনের কাছিকাটা পারাদুনি এলাকায় মধু সংগ্রহ করার সময় সোরা গ্রামের রবিউল ইসলাম বাঘের হামলায় আহত হন। বাঘটি রবিউলের ঘাড়সহ মাথায় দাঁত বসিয়ে দিয়েছে। এছাড়া পিঠ ও হাতে নখের আঁচড় দিয়ে মারাত্বকভাবে ক্ষতের সৃষ্টি করেছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবনে বাঘের আত্রমণে দুটি পৃথক ঘটনায় দুইজন হতাহতের খবর লোকমুখে তিনি শুনেছেন। তারা যদি অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করে তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

বাঘের আক্রমণে মৌয়াল নিহত, আহত ১

Update Time : ০৪:২১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের হোগলডাঙ্গা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে হাবিবুর রহমান (২৭) নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন।
.

বুধবার (১৪ এপ্রিল) সকালে মধু সংগ্রহকালে তিনি বাঘের কবলে পড়েন। বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বনবিভাগের সহায়তায় সুন্দরবনের মধ্যে প্রবেশ করে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ নিয়ে এলাকায় ফিরে আসে।

রমজাননগর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে এপ্রিলের শুরুতে সহযোগীদের নিয়ে উপজেলার মীরগাং গ্রামের হাবিবুর রহামন সুন্দরবনে প্রবেশ করেন। বুধবার সকালে আকস্মিকভাবে বাঘ তার ওপর হামলে পড়ে এবং দেহটি নিয়ে বনের গভীরে চলে যায়। এক পর্যায়ে সহযোগী মৌয়ালদের মাধ্যমে হাবিবুরকে বাঘে নিয়ে যাওয়ার খবরে স্থানীয়রা সুন্দরবনে ঢুকে তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে সুন্দরবনের কাছিকাটা পারাদুনি এলাকায় মধু সংগ্রহ করার সময় সোরা গ্রামের রবিউল ইসলাম বাঘের হামলায় আহত হন। বাঘটি রবিউলের ঘাড়সহ মাথায় দাঁত বসিয়ে দিয়েছে। এছাড়া পিঠ ও হাতে নখের আঁচড় দিয়ে মারাত্বকভাবে ক্ষতের সৃষ্টি করেছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবনে বাঘের আত্রমণে দুটি পৃথক ঘটনায় দুইজন হতাহতের খবর লোকমুখে তিনি শুনেছেন। তারা যদি অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করে তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।