বাংলাদেশে আসতে চায় ‘পাঠান’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / ১৬৭ Time View

বিনোদন ডেস্কঃ 

দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান। মুক্তির আগেই তার ‘পাঠান’ সিনেমাটি গ্লোবালই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। টিকিট সঙ্কটের পাশাপাশি, ভারতের বন্ধ হলগুলো খুলতে শুরু করেছে সিনেমাটির প্রদর্শনীর জন্য। এবার বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে আলোচনা চলছে।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পেতে পারে। সিনেমাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি ‘সাফটা’র মাধ্যমে আনা হবে বলে জানিয়েছে সিনেমা বিতরণের এই কোম্পানিটি। ইতোমধ্যেই সংস্থাটির পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে বলে কোম্পানির প্রজ্ঞাপনে জানানো হয়েছে। যার সিদ্ধান্ত হবে আজ মঙ্গলবার। প্রজ্ঞাপনে বলা আছে- যদি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে যায়, তাহলে ভারতে মুক্তির দুই দিন বাদে চালানো হবে। তবে কোন সব সিনেমা হলে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে কিছু পরিষ্কার করেনি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড আরিয়া (সাফটা)।

যশ রাজ ফিল্ম প্রযোজিত ছবি ‘পাঠান’। এতে অ্যাকশনে ভরপুর এক চরিত্রে দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খানকে। তার সঙ্গে আছেন দীপিকা। দুজনের দুটি গান এরই মধ্যে তুমুল আলোচনা পেয়েছে। ছবিতে চমক নিয়ে আসবেন জন আব্রাহাম, সালমান খান ও গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করা ডিম্পল কাপাডিয়া।

গত ১০ জানুয়ারি মুক্তি পায় ছবিটির পরিচালনায় থাকা ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ছবির ট্রেইলার। বিশ্বের সর্বোচ্চ বহুতল, দুবাইয়ের বুর্জ খলিফায় ১৪ জানুয়ারি প্রদর্শিত হয় ট্রেইলারটি। সেখানে উপস্থিত থেকে অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’গানের তালে পা মেলাতেও দেখা যায় বাদশাকে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশে আসতে চায় ‘পাঠান’

Update Time : ০৯:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

বিনোদন ডেস্কঃ 

দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান। মুক্তির আগেই তার ‘পাঠান’ সিনেমাটি গ্লোবালই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। টিকিট সঙ্কটের পাশাপাশি, ভারতের বন্ধ হলগুলো খুলতে শুরু করেছে সিনেমাটির প্রদর্শনীর জন্য। এবার বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে আলোচনা চলছে।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পেতে পারে। সিনেমাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি ‘সাফটা’র মাধ্যমে আনা হবে বলে জানিয়েছে সিনেমা বিতরণের এই কোম্পানিটি। ইতোমধ্যেই সংস্থাটির পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে বলে কোম্পানির প্রজ্ঞাপনে জানানো হয়েছে। যার সিদ্ধান্ত হবে আজ মঙ্গলবার। প্রজ্ঞাপনে বলা আছে- যদি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে যায়, তাহলে ভারতে মুক্তির দুই দিন বাদে চালানো হবে। তবে কোন সব সিনেমা হলে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে কিছু পরিষ্কার করেনি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড আরিয়া (সাফটা)।

যশ রাজ ফিল্ম প্রযোজিত ছবি ‘পাঠান’। এতে অ্যাকশনে ভরপুর এক চরিত্রে দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খানকে। তার সঙ্গে আছেন দীপিকা। দুজনের দুটি গান এরই মধ্যে তুমুল আলোচনা পেয়েছে। ছবিতে চমক নিয়ে আসবেন জন আব্রাহাম, সালমান খান ও গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করা ডিম্পল কাপাডিয়া।

গত ১০ জানুয়ারি মুক্তি পায় ছবিটির পরিচালনায় থাকা ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ছবির ট্রেইলার। বিশ্বের সর্বোচ্চ বহুতল, দুবাইয়ের বুর্জ খলিফায় ১৪ জানুয়ারি প্রদর্শিত হয় ট্রেইলারটি। সেখানে উপস্থিত থেকে অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’গানের তালে পা মেলাতেও দেখা যায় বাদশাকে।