বসন্ত এলো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ২২৫ Time View

সাজিয়া ইসলাম দিবা

আপন রূপের পসরা সাজিয়ে বসন্ত এলো,
ধরার বুকে যেন নতুন প্রাণের সঞ্চার হলো।
এলোমেলো বাসন্তী বাতাসে,
ভরছে চারিদিক মিষ্টি আবেশে।
কুহু কুহু কোকিল ডাকছে,
ঋতুরাজকে স্বাগতম জানাচ্ছে।

আজ শুধু কৃষ্ণচুড়া পলাশের মেলা,
শিমুল আর হলুদ গাদায় হারিয়ে যাবার বেলা।
গাছে গাছে গজাচ্ছে নতুন পাতা,
প্রেমিক হৃদয়ে রঙিন স্বপ্ন গাঁথা।
কবিরা লিখছে কবিতা গাইছে গান,
এতো সুধা প্রাচুর্যে ভরে উঠেছে প্রাণ।

থেকো তুমি সদা আমাদের মাঝে,
তোমার সৌন্দর্য্য নিয়ে সকাল সাঝে।
এসেছ আবার চিরতরুণ ঋতুপতি বসন্ত,
তোমার বন্দনায় মুখরিত জগত আজ অনন্ত…।

Tag :

Please Share This Post in Your Social Media

বসন্ত এলো

Update Time : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

সাজিয়া ইসলাম দিবা

আপন রূপের পসরা সাজিয়ে বসন্ত এলো,
ধরার বুকে যেন নতুন প্রাণের সঞ্চার হলো।
এলোমেলো বাসন্তী বাতাসে,
ভরছে চারিদিক মিষ্টি আবেশে।
কুহু কুহু কোকিল ডাকছে,
ঋতুরাজকে স্বাগতম জানাচ্ছে।

আজ শুধু কৃষ্ণচুড়া পলাশের মেলা,
শিমুল আর হলুদ গাদায় হারিয়ে যাবার বেলা।
গাছে গাছে গজাচ্ছে নতুন পাতা,
প্রেমিক হৃদয়ে রঙিন স্বপ্ন গাঁথা।
কবিরা লিখছে কবিতা গাইছে গান,
এতো সুধা প্রাচুর্যে ভরে উঠেছে প্রাণ।

থেকো তুমি সদা আমাদের মাঝে,
তোমার সৌন্দর্য্য নিয়ে সকাল সাঝে।
এসেছ আবার চিরতরুণ ঋতুপতি বসন্ত,
তোমার বন্দনায় মুখরিত জগত আজ অনন্ত…।