বরিশালে যুবদলের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • / ১৩৭ Time View
নিজস্ব প্রতিবেদক:

বরিশালে বিএনপি কার্যালয়ে চেয়ার ভাঙচুরের ঘটনার পরদিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) যুবদলের দলীয় প্যাডে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.
সেখানে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত, সহ সাধারণ সম্পাদক সহদেব শর্মা, আল আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু ও প্রচার সম্পাদক বশির আহম্মেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
.
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ইতিমধ্যে এই আদেশ কার্যকর করেছেন।
.
এর আগে আসন্ন কর্মীসভা উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বরিশাল বিএনপির কার্যালয়ে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান গ্রুপের মধ্যে। বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে শনিবার এই আদেশ জারি করে কেন্দ্রীয় যুবদল।

Tag :

Please Share This Post in Your Social Media

বরিশালে যুবদলের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে বহিষ্কার

Update Time : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

বরিশালে বিএনপি কার্যালয়ে চেয়ার ভাঙচুরের ঘটনার পরদিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) যুবদলের দলীয় প্যাডে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.
সেখানে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত, সহ সাধারণ সম্পাদক সহদেব শর্মা, আল আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু ও প্রচার সম্পাদক বশির আহম্মেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
.
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ইতিমধ্যে এই আদেশ কার্যকর করেছেন।
.
এর আগে আসন্ন কর্মীসভা উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বরিশাল বিএনপির কার্যালয়ে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান গ্রুপের মধ্যে। বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে শনিবার এই আদেশ জারি করে কেন্দ্রীয় যুবদল।