বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / ২১৮ Time View

জেলা প্রতিনিধিঃ 

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোরে উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের বাসটি। উজিরপুরের সানুহার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ সাত যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০-২২ জন।

নিহত ও আহতদের তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আলী আর্শাদ।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ছাড়া আহত পাঁচ-ছয় জনের চিকিৎসা এখানে চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৭

Update Time : ০৯:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

জেলা প্রতিনিধিঃ 

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোরে উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের বাসটি। উজিরপুরের সানুহার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ সাত যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০-২২ জন।

নিহত ও আহতদের তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আলী আর্শাদ।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ছাড়া আহত পাঁচ-ছয় জনের চিকিৎসা এখানে চলছে।