বন্যায় সুনামগঞ্জের যেসব এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ২১১ Time View

নিজস্ব প্রতিবেদক:

বন্যার কারণে সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় সংযোগ দেওয়া হলেও অনেক স্থানে সংযোগ বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে ওই অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, চলমান বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সুনামগঞ্জের বেশকিছু এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি কমে আসায় এরই মধ্যে কিছু গ্রামে সরবরাহ সচল করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে বাকি লাইনগুলোও সচল করা হবে।

তিনি জানান, এ পর্যন্ত নিম্নলিখিত গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে-ছাতক উপজেলার মানিকগঞ্জ, মায়েরকোল, মোল্লাআতা, ক্ষিদ্রা, বানারশি, কলাগাও, ভুগলী, বরাটুকা ও দোয়ারাবাজার উপজেলার কালিকাপুর।

ঝুঁকিতে থাকায় যেসব এলাকায় এখনো লাইন বন্ধ রাখা হয়েছে- সুনামগঞ্জ সদর উপজেলার নলুয়ারপাড়, ছাতক উপজেলার ব্রাহ্মণঝুল্লি, সাতপাড়া, কাঞ্চনপুর, খরিদিরচর, সোনারুচর, কালিপুর, মন্ডলপুর, বানিকান্দি, কুর্শি, কাশিপুর, ঝিগলি, দোয়ারাবাজার উপজেলার তেগাঙ্গা, বুজনা, বড়বন, রাখালকান্দি, বাগরা, রাজনগর, নুরপুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর, সিচনী, উজানীগঞ্জ, ধর্মপাশা উপজেলার বিনোদপুর, মিলনপুর, মাহমুদনগর ও জারাকোনা, জামালগঞ্জ উপজেলার তায়েবনগর, আব্দুল্লাহপুর, যশমন্তপুর, শ্রীমন্তপুর, সুকদেবপুর, কৃষ্ণপুর। তাহিরপুর উপজেলার পোসনা, দক্ষিণ দুরুন।

Tag :

Please Share This Post in Your Social Media

বন্যায় সুনামগঞ্জের যেসব এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

Update Time : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক:

বন্যার কারণে সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় সংযোগ দেওয়া হলেও অনেক স্থানে সংযোগ বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে ওই অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, চলমান বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সুনামগঞ্জের বেশকিছু এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি কমে আসায় এরই মধ্যে কিছু গ্রামে সরবরাহ সচল করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে বাকি লাইনগুলোও সচল করা হবে।

তিনি জানান, এ পর্যন্ত নিম্নলিখিত গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে-ছাতক উপজেলার মানিকগঞ্জ, মায়েরকোল, মোল্লাআতা, ক্ষিদ্রা, বানারশি, কলাগাও, ভুগলী, বরাটুকা ও দোয়ারাবাজার উপজেলার কালিকাপুর।

ঝুঁকিতে থাকায় যেসব এলাকায় এখনো লাইন বন্ধ রাখা হয়েছে- সুনামগঞ্জ সদর উপজেলার নলুয়ারপাড়, ছাতক উপজেলার ব্রাহ্মণঝুল্লি, সাতপাড়া, কাঞ্চনপুর, খরিদিরচর, সোনারুচর, কালিপুর, মন্ডলপুর, বানিকান্দি, কুর্শি, কাশিপুর, ঝিগলি, দোয়ারাবাজার উপজেলার তেগাঙ্গা, বুজনা, বড়বন, রাখালকান্দি, বাগরা, রাজনগর, নুরপুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর, সিচনী, উজানীগঞ্জ, ধর্মপাশা উপজেলার বিনোদপুর, মিলনপুর, মাহমুদনগর ও জারাকোনা, জামালগঞ্জ উপজেলার তায়েবনগর, আব্দুল্লাহপুর, যশমন্তপুর, শ্রীমন্তপুর, সুকদেবপুর, কৃষ্ণপুর। তাহিরপুর উপজেলার পোসনা, দক্ষিণ দুরুন।