বছরের প্রথম সূর্যগ্রহণ ও ‘ব্ল্যাক মুন’ ৩০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • / ২১৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

চলতি বছরে দুটি সূর্যগ্রহণ দেখবে বিশ্ববাসী। তার একটি এ মাসেই, অন্যটি হবে অক্টোবরে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে ৩০ এপ্রিলে। যদিও এটি পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ।

বিশ্বের নানা প্রান্ত থেকে এটি দেখা গেলেও বাংলাদেশ থেকে দেখা যাবে না। গ্রহণ সব সময়ই খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। তবে এবারই প্রথম এই গ্রহণের সঙ্গে ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা। সেটি হল ‘ব্ল্যাক মুন’। নাসা বলেছে, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।

‘ব্ল্যাক মুন’ খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা দিয়েছেন মহাকাশবিদেরা। কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও কেউ কেউ বলেন।

৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে। এবারের এ সূর্যগ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে।
সূত্র: জি নিউজ

Tag :

Please Share This Post in Your Social Media

বছরের প্রথম সূর্যগ্রহণ ও ‘ব্ল্যাক মুন’ ৩০ এপ্রিল

Update Time : ১০:০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

চলতি বছরে দুটি সূর্যগ্রহণ দেখবে বিশ্ববাসী। তার একটি এ মাসেই, অন্যটি হবে অক্টোবরে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে ৩০ এপ্রিলে। যদিও এটি পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ।

বিশ্বের নানা প্রান্ত থেকে এটি দেখা গেলেও বাংলাদেশ থেকে দেখা যাবে না। গ্রহণ সব সময়ই খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। তবে এবারই প্রথম এই গ্রহণের সঙ্গে ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা। সেটি হল ‘ব্ল্যাক মুন’। নাসা বলেছে, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।

‘ব্ল্যাক মুন’ খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা দিয়েছেন মহাকাশবিদেরা। কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও কেউ কেউ বলেন।

৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে। এবারের এ সূর্যগ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে।
সূত্র: জি নিউজ