বইমেলায় আসছে মাহাদী সেকেন্দারের গল্পগ্রন্থ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • / ২০৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে সাঈদ মাহাদী সেকেন্দারের প্রথম গল্পগ্রন্থ ‘প্রেয়সী’। বইটি প্রকাশ করছে বাবুই প্রকাশনী।

বইটির প্রকাশক মোরশেদ আলম হৃদয় বলেন, ‘‘‘প্রেয়সী’ গল্পগ্রন্থ কতগুলো গল্পের সমাহার। জীবনের গল্প, হাসি-কান্না, প্রেম-প্রকৃতির গল্প রয়েছে বইটিতে। এসব গল্পে জীবনের বিস্তার তুলে আনা হয়েছে। আশা করি গল্পগুলো পাঠকের হৃদয়কে নাড়া দেবে।’’

বইটির লেখক সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, ‘বইটিতে মোট দশটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো পুরোনো-নতুন মিলিয়ে। দু-চারটি গল্প গণমাধ্যমে প্রকাশিত হলেও বেশির ভাগই অপ্রকাশিত। অধিকাংশ গল্প মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পড়াকালীন লেখা। প্রেম, সামাজিক অবস্থা এবং প্রকৃতি গুরুত্ব পেয়েছে গল্পে।’

মাহাদী সেকেন্দার সরকারি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্মাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি দৈনিক অধিকার-এর ফিচার সম্পাদক হিসেবে কাজ করছেন।

‘প্রেয়সী’ গল্পগ্রন্থটি রকমারি ডটকম থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রিতম পিতুর প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media

বইমেলায় আসছে মাহাদী সেকেন্দারের গল্পগ্রন্থ

Update Time : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে সাঈদ মাহাদী সেকেন্দারের প্রথম গল্পগ্রন্থ ‘প্রেয়সী’। বইটি প্রকাশ করছে বাবুই প্রকাশনী।

বইটির প্রকাশক মোরশেদ আলম হৃদয় বলেন, ‘‘‘প্রেয়সী’ গল্পগ্রন্থ কতগুলো গল্পের সমাহার। জীবনের গল্প, হাসি-কান্না, প্রেম-প্রকৃতির গল্প রয়েছে বইটিতে। এসব গল্পে জীবনের বিস্তার তুলে আনা হয়েছে। আশা করি গল্পগুলো পাঠকের হৃদয়কে নাড়া দেবে।’’

বইটির লেখক সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, ‘বইটিতে মোট দশটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো পুরোনো-নতুন মিলিয়ে। দু-চারটি গল্প গণমাধ্যমে প্রকাশিত হলেও বেশির ভাগই অপ্রকাশিত। অধিকাংশ গল্প মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পড়াকালীন লেখা। প্রেম, সামাজিক অবস্থা এবং প্রকৃতি গুরুত্ব পেয়েছে গল্পে।’

মাহাদী সেকেন্দার সরকারি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্মাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি দৈনিক অধিকার-এর ফিচার সম্পাদক হিসেবে কাজ করছেন।

‘প্রেয়সী’ গল্পগ্রন্থটি রকমারি ডটকম থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রিতম পিতুর প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।