ফেয়ারব্রেক টুর্নামেন্টের ফাইনালে জাহানারার দল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • / ১৪১ Time View

স্পোর্টস ডেস্কঃ

দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জাহানারা আলমের দল ফ্যালকন উইমেন। প্রথম সেমিফাইনালে জাহানারারা ২৫ রানে হারিয়েছেন স্পিরিট উইমেনকে।

শনিবার দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্যালকন। দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান।

স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট।

জবাবে নাত্তাকান চামথাম (৪০ বলে ৪২) আর সোফিয়া ডাঙ্কলের (৩০ বলে ৪৫) ব্যাটে একটা সময় ভালো অবস্থানে থাকলেও পরে আর পেরে উঠেনি স্পিরিট উইমেন।

শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন।

অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।

অপর ম্যাচে বার্মি আর্মির হয়ে ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার রুমানা। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্স দলের জন্য যথেষ্ট হলো না।

টর্নেডোস ম্যাচ জিতলেও ম্যাচ সেরার পুরস্কার জেতেন রুমানা।

Tag :

Please Share This Post in Your Social Media

ফেয়ারব্রেক টুর্নামেন্টের ফাইনালে জাহানারার দল

Update Time : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

স্পোর্টস ডেস্কঃ

দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জাহানারা আলমের দল ফ্যালকন উইমেন। প্রথম সেমিফাইনালে জাহানারারা ২৫ রানে হারিয়েছেন স্পিরিট উইমেনকে।

শনিবার দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্যালকন। দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান।

স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট।

জবাবে নাত্তাকান চামথাম (৪০ বলে ৪২) আর সোফিয়া ডাঙ্কলের (৩০ বলে ৪৫) ব্যাটে একটা সময় ভালো অবস্থানে থাকলেও পরে আর পেরে উঠেনি স্পিরিট উইমেন।

শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন।

অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।

অপর ম্যাচে বার্মি আর্মির হয়ে ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার রুমানা। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্স দলের জন্য যথেষ্ট হলো না।

টর্নেডোস ম্যাচ জিতলেও ম্যাচ সেরার পুরস্কার জেতেন রুমানা।