প্রোফাইলে কিউআর কোড আনছে হোয়াটসঅ্যাপ, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ২৪৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

এবার ইউআরএল-এর মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করার সুযোগ মিলবে। এতদিন শুধুমাত্র ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা যেত। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে সাম্প্রতিক বিটা আপডেটে অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার শুরু করতে পারবেন।

প্রোফাইল শেয়ার করার নতুন এই বাটন যুক্ত হওয়ার পরে এবার থেকে আপনি নিজের প্রোফাইলের একটি লিঙ্ক তৈরি করতে পারবেন। এই লিঙ্কে ট্যাপ করে খুব সহজে আপনার সঙ্গে অন্য যে কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করতে পারবেন।

সম্প্রতি নতুন এই ফিচারের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। সেখানে কিভাবে এই ফিচার ব্যবহার করা যাবে তা বিস্তারে জানানো হয়েছে।

প্রোফাইল ছবির পাশে এই নতুন বাটন দেখতে পাবেন। এই মুহূর্তে প্রোফাইলের জন্য একটি কিউআর কোড তৈরির সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। যা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এর ফলে নিজের ফোন নম্বর শেয়ার না করেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন।

কীভাবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিজের প্রোফাইলের কিউআর কোড তৈরি করবেন? দেখে নিন:

অ্যানড্রয়েড ফোনে

> স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

> এবার ডান দিকে উপরে ‘থ্রি-ডট’ মেনু সিলেক্ট করুন।

> মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন।

> হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।

> এবার শেয়ার আইকনে ট্যাপ করে কিউআর কোড নিজের গ্যালারিতে সেভ করুন।

আইফোনে

> আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

> ডান দিকে নীচে সেটিংস অপশন সিলেক্ট করুন।

> অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।

> শেয়ার আইকনে ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন।

সূত্র: বোল্ডস্কাই

Tag :

Please Share This Post in Your Social Media

প্রোফাইলে কিউআর কোড আনছে হোয়াটসঅ্যাপ, জানুন বিস্তারিত

Update Time : ১১:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

এবার ইউআরএল-এর মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করার সুযোগ মিলবে। এতদিন শুধুমাত্র ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা যেত। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে সাম্প্রতিক বিটা আপডেটে অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার শুরু করতে পারবেন।

প্রোফাইল শেয়ার করার নতুন এই বাটন যুক্ত হওয়ার পরে এবার থেকে আপনি নিজের প্রোফাইলের একটি লিঙ্ক তৈরি করতে পারবেন। এই লিঙ্কে ট্যাপ করে খুব সহজে আপনার সঙ্গে অন্য যে কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করতে পারবেন।

সম্প্রতি নতুন এই ফিচারের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। সেখানে কিভাবে এই ফিচার ব্যবহার করা যাবে তা বিস্তারে জানানো হয়েছে।

প্রোফাইল ছবির পাশে এই নতুন বাটন দেখতে পাবেন। এই মুহূর্তে প্রোফাইলের জন্য একটি কিউআর কোড তৈরির সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। যা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এর ফলে নিজের ফোন নম্বর শেয়ার না করেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন।

কীভাবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিজের প্রোফাইলের কিউআর কোড তৈরি করবেন? দেখে নিন:

অ্যানড্রয়েড ফোনে

> স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

> এবার ডান দিকে উপরে ‘থ্রি-ডট’ মেনু সিলেক্ট করুন।

> মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন।

> হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।

> এবার শেয়ার আইকনে ট্যাপ করে কিউআর কোড নিজের গ্যালারিতে সেভ করুন।

আইফোনে

> আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

> ডান দিকে নীচে সেটিংস অপশন সিলেক্ট করুন।

> অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।

> শেয়ার আইকনে ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন।

সূত্র: বোল্ডস্কাই