প্রেস ক্লাবের সামনে চলছে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / ১৫০ Time View

নিজস্ব প্রতিবেদক:

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে।

সোমবার সকাল ১০টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছে। এর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত ১৩ নভেম্বর বিকালে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

দলীয় চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত শনিবার দেশব্যাপী গণঅনশন করে বিএনপি নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে সেদিন সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনশন করে বিএনপি। অনশন শেষে সোমবার সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রেস ক্লাবের সামনে চলছে বিএনপির সমাবেশ

Update Time : ১১:২৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে।

সোমবার সকাল ১০টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছে। এর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত ১৩ নভেম্বর বিকালে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

দলীয় চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত শনিবার দেশব্যাপী গণঅনশন করে বিএনপি নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে সেদিন সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনশন করে বিএনপি। অনশন শেষে সোমবার সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।