প্রযোজক রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

  • Update Time : ০১:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • / 154

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর এবার পর্নোগ্রাফি আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলার পর এবার পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। রাজের সঙ্গে তার সহযোগী মো. সবুজ আলীকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব সদর দফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব।

থানায় মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হতে পারে। এসব বিষয়ে থানা কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এর আগে দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রযোজক রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

Update Time : ০১:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর এবার পর্নোগ্রাফি আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলার পর এবার পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। রাজের সঙ্গে তার সহযোগী মো. সবুজ আলীকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব সদর দফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব।

থানায় মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হতে পারে। এসব বিষয়ে থানা কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এর আগে দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।