প্রধানমন্ত্রীর জনসভা, কক্সবাজারে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ১৮৬ Time View

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামমুখী সড়ক-মহাসড়কে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয়ে উঠেছে এসব সড়ক-মহাসড়ক।

আজ বুধবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এই জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী। আওয়ামী লীগ নেতাদের আশা, ১০ লাখ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে।

এদিকে জনসভায় যোগ দিতে আজ সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে পৌঁছাতে শুরু করেন। জেলার স্থানীয় সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে বাস-ট্রাকে করে নেতাকর্মীদের নিয়ে জনসভাস্থলে আসছেন।

এসব মিছিলে কর্মী সমর্থকরা তাদের নেতাদের ছবি সংবলিত টি-শার্ট পরে অংশ নিতে দেখা গেছে। তাদের হাতে শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।

এর আগে প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে নগরীর বিভিন্ন সড়কে রঙিন তোরণ ও প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পোস্টার, ব্যানার, বেলুন, ফেস্টুনে সাজানো হয়েছে জেলার সড়কগুলো।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছিলেন, এ জনসভায় কক্সবাজার জেলার বাইরে থেকে মানুষ আনার কোনো প্রয়োজন নেই। কক্সবাজারের মানুষই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে যথেষ্ট। জনগণ তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে। বুধবার শহরটি জনসমুদ্রে পরিণত হবে।

কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানা যায়, আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হচ্ছে দোহাজারি থেকে ঘুমধুম রেললাইন সম্প্রসারণ, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে কক্সবাজার।

কক্সবাজারের জেলাৃ প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, সাড়ে ৩ লাখ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এসব উন্নয়ন প্রকল্পের কাজ তদারকি করছেন। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর জনসভা, কক্সবাজারে নেতাকর্মীদের ঢল

Update Time : ০১:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামমুখী সড়ক-মহাসড়কে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয়ে উঠেছে এসব সড়ক-মহাসড়ক।

আজ বুধবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এই জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী। আওয়ামী লীগ নেতাদের আশা, ১০ লাখ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে।

এদিকে জনসভায় যোগ দিতে আজ সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে পৌঁছাতে শুরু করেন। জেলার স্থানীয় সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে বাস-ট্রাকে করে নেতাকর্মীদের নিয়ে জনসভাস্থলে আসছেন।

এসব মিছিলে কর্মী সমর্থকরা তাদের নেতাদের ছবি সংবলিত টি-শার্ট পরে অংশ নিতে দেখা গেছে। তাদের হাতে শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।

এর আগে প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে নগরীর বিভিন্ন সড়কে রঙিন তোরণ ও প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পোস্টার, ব্যানার, বেলুন, ফেস্টুনে সাজানো হয়েছে জেলার সড়কগুলো।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছিলেন, এ জনসভায় কক্সবাজার জেলার বাইরে থেকে মানুষ আনার কোনো প্রয়োজন নেই। কক্সবাজারের মানুষই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে যথেষ্ট। জনগণ তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে। বুধবার শহরটি জনসমুদ্রে পরিণত হবে।

কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানা যায়, আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হচ্ছে দোহাজারি থেকে ঘুমধুম রেললাইন সম্প্রসারণ, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে কক্সবাজার।

কক্সবাজারের জেলাৃ প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, সাড়ে ৩ লাখ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এসব উন্নয়ন প্রকল্পের কাজ তদারকি করছেন। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।