প্রথম ফোনেই পুতিনকে সতর্ক করলেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ১১৬ Time View
আন্তর্জাতিক ডেস্ক:
প্রথম ফোন কলেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে মধ্যস্থতার বিষয়ে সতর্ক করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
.

দুই প্রেসিডেন্টের কথোপকথনে রাশিয়ায় চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

রাশিয়ার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন নতুন মার্কিন প্রেসিডেন্টকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এবং উভয় পক্ষই যোগাযোগ রক্ষা করে সামনে এগিয়ে যেতে সম্মত হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে- ক্রিমিয়া, পূর্ব ইউক্রেন ও সিরিয়ায় অভিযান নিয়ে ক্রেমলিনের কড়া সমালোচনা করেছিলেন বাইডেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন আমেরিকা এবং এর মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্থ হয় রাশিয়ার এমন কোন পদক্ষেপের প্রতিক্রিয়ায় তার দেশ জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করবে।”

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সামগ্রিকভাবে রাশিয়া ও আমেরিকার এই দুই নেতার মধ্যে খুব স্বাভাবিক কথোপকথন হয়েছে।

এর আগে, প্রেসিডেন্ট ওবামার সময়কালে যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারগুলোতে যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারের পরিমাণ সীমিত করার জন্য চুক্তি পুনর্নবায়ণের অনুষ্ঠানে এই দুই নেতা উপস্থিত হয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রথম ফোনেই পুতিনকে সতর্ক করলেন বাইডেন

Update Time : ০১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
প্রথম ফোন কলেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে মধ্যস্থতার বিষয়ে সতর্ক করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
.

দুই প্রেসিডেন্টের কথোপকথনে রাশিয়ায় চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

রাশিয়ার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন নতুন মার্কিন প্রেসিডেন্টকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এবং উভয় পক্ষই যোগাযোগ রক্ষা করে সামনে এগিয়ে যেতে সম্মত হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে- ক্রিমিয়া, পূর্ব ইউক্রেন ও সিরিয়ায় অভিযান নিয়ে ক্রেমলিনের কড়া সমালোচনা করেছিলেন বাইডেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন আমেরিকা এবং এর মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্থ হয় রাশিয়ার এমন কোন পদক্ষেপের প্রতিক্রিয়ায় তার দেশ জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করবে।”

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সামগ্রিকভাবে রাশিয়া ও আমেরিকার এই দুই নেতার মধ্যে খুব স্বাভাবিক কথোপকথন হয়েছে।

এর আগে, প্রেসিডেন্ট ওবামার সময়কালে যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারগুলোতে যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারের পরিমাণ সীমিত করার জন্য চুক্তি পুনর্নবায়ণের অনুষ্ঠানে এই দুই নেতা উপস্থিত হয়েছিলেন।