প্রতিদান-মোহাম্মদ আবদুল হাই পিএএ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ৩৬৩ Time View

            প্রতিদান
মোহাম্মদ আবদুল হাই পিএএ

তারা তোমাকে যে সম্মান দিলে
আগে এমন কোথাও কি পেলে?
তারা তোমাকে যে উচ্চাসন দিলে
আগে পরে এমন কি আর মিলে?
তারা তোমাকে ভালোবেসেছিলে
কষ্টিপাথরে ঘষে নিরেট খাঁটি বলে।

হয়তো তাদের ছিলো এমন কিছু প্রয়োজন
ঘুণেধরা কিছু ভঙ্গুর নীতির বিয়োজন।
স্বপ্ন তাঁদের আকাশ ছোঁয়া বিশালতায় ভরা
পূর্ণতার লভে এঁকে দিলে আল্পনাতে নাড়া।

উজ্জীবিত প্রাণবন্ত প্রাণোচ্ছল ভাবনায়
কল্পকুসুম যাদুসম বিমুগ্ধ বিশুদ্ধ কামনায়।
ঊষার রেখা দ্যুতিময় নব ভোরের আশা
দীর্ঘদিনের শ্রান্তি ক্লান্তি ঘুচিবে প্রত্যাশা।
নব আলোয় নব ভোর নয়নে নব শিহরণ
মননে পূর্ণতার নেশায় হৃদয়ে আলিঙ্গন।

হঠাৎ ঝড়ে ফসলের মাঠ শিলা বৃষ্টির হানা
ক্ষেতের ফসল ক্ষেতে নষ্ট স্বপ্ন বালুকণা।
ঋণের বোঝা সুদাসলের জালে চক্রবৃদ্ধির ছলে
নিরীহ শাবক ভূরিভোজ হলো হায়নার ছোবলে।

তবু, কভু যদি মিলে তোমার এমন কোন ক্ষণে যবে
এ সবের প্রতিদানে যুগসন্ধি বিনির্মাণে।
তবে রেখো দিয়ো পূর্ণতার সাজ নির্ভুল করে
যেন কাল মহাকালে সকলেই তোমায় স্মরে।
যবে, ক্ষণ জন্মার ক্ষণকাল ক্ষণ জগত বাস
মহাকালে বিধাতা লবে সবার পূর্ণ হিসাব নিকাশ।

লেখক: পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।

Please Share This Post in Your Social Media

প্রতিদান-মোহাম্মদ আবদুল হাই পিএএ

Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

            প্রতিদান
মোহাম্মদ আবদুল হাই পিএএ

তারা তোমাকে যে সম্মান দিলে
আগে এমন কোথাও কি পেলে?
তারা তোমাকে যে উচ্চাসন দিলে
আগে পরে এমন কি আর মিলে?
তারা তোমাকে ভালোবেসেছিলে
কষ্টিপাথরে ঘষে নিরেট খাঁটি বলে।

হয়তো তাদের ছিলো এমন কিছু প্রয়োজন
ঘুণেধরা কিছু ভঙ্গুর নীতির বিয়োজন।
স্বপ্ন তাঁদের আকাশ ছোঁয়া বিশালতায় ভরা
পূর্ণতার লভে এঁকে দিলে আল্পনাতে নাড়া।

উজ্জীবিত প্রাণবন্ত প্রাণোচ্ছল ভাবনায়
কল্পকুসুম যাদুসম বিমুগ্ধ বিশুদ্ধ কামনায়।
ঊষার রেখা দ্যুতিময় নব ভোরের আশা
দীর্ঘদিনের শ্রান্তি ক্লান্তি ঘুচিবে প্রত্যাশা।
নব আলোয় নব ভোর নয়নে নব শিহরণ
মননে পূর্ণতার নেশায় হৃদয়ে আলিঙ্গন।

হঠাৎ ঝড়ে ফসলের মাঠ শিলা বৃষ্টির হানা
ক্ষেতের ফসল ক্ষেতে নষ্ট স্বপ্ন বালুকণা।
ঋণের বোঝা সুদাসলের জালে চক্রবৃদ্ধির ছলে
নিরীহ শাবক ভূরিভোজ হলো হায়নার ছোবলে।

তবু, কভু যদি মিলে তোমার এমন কোন ক্ষণে যবে
এ সবের প্রতিদানে যুগসন্ধি বিনির্মাণে।
তবে রেখো দিয়ো পূর্ণতার সাজ নির্ভুল করে
যেন কাল মহাকালে সকলেই তোমায় স্মরে।
যবে, ক্ষণ জন্মার ক্ষণকাল ক্ষণ জগত বাস
মহাকালে বিধাতা লবে সবার পূর্ণ হিসাব নিকাশ।

লেখক: পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।