প্রখ্যাত ইতালিয়ান অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৮৪ Time View

বিনোদন ডেস্কঃ

চলে গেছেন ইতালির ইতিহাসের অন্যতম সেরা অভিনেত্রী মনিকা ভিত্তি। গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রোমে তার মৃত্যু হয়। ৩ ফেব্রুয়ারি অভিনেত্রীর মৃত্যুর খবর জানান তার স্বামী রবার্তো রুসো।

‘কুইন অব ইতালিয়ান সিনেমা’ খ্যাত এই অভিনেত্রী অভিনয় গুণের পাশাপাশি সৌন্দর্যের জন্যও বেশ আলোচিত ছিলেন। তার রূপের পূজারী ছিলো সারা বিশ্বে। মিকালেঞ্জেলো আন্তেনিয়োনির একধিক কালজয়ী সিনেমার নায়িকা ছিলেন ভিত্তি। মূলত এই পরিচালকের সিনেমা দিয়েই বিশ্বজুড়ে পরিচিতি পান।

১৯৬০ সালে ‘লা আভেন্তুরা’ সিনেমায় নির্যাতিতা নারীর ভূমিকায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আরও উল্লেখযোগ্য-‘লা নোত্তে’, ‘দ্য এক্লিপস’ ইত্যাদি। ভিত্তি পাঁচবার ইতালিয়ান চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন, ভেনিস উত্সবে জেতেন গোল্ডেন লায়ন।

উল্লেখ্য, ১৯৩১ সালে রোমে জন্মগ্রহণ করেন মনিকা ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থিয়েটারে আকৃষ্ট হন তিনি। এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘যুদ্ধের সময় যখন বাইরে বোমা পড়ত, তখন তিনি ও তার ভাই মিলে সেইসব ঘটনার অভিনয় করে পরিবারের ভয়ার্ত সদস্যদের বিনোদন যোগাতেন।’

সূত্র : সিএনএন

Tag :

Please Share This Post in Your Social Media

প্রখ্যাত ইতালিয়ান অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই

Update Time : ০১:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্কঃ

চলে গেছেন ইতালির ইতিহাসের অন্যতম সেরা অভিনেত্রী মনিকা ভিত্তি। গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রোমে তার মৃত্যু হয়। ৩ ফেব্রুয়ারি অভিনেত্রীর মৃত্যুর খবর জানান তার স্বামী রবার্তো রুসো।

‘কুইন অব ইতালিয়ান সিনেমা’ খ্যাত এই অভিনেত্রী অভিনয় গুণের পাশাপাশি সৌন্দর্যের জন্যও বেশ আলোচিত ছিলেন। তার রূপের পূজারী ছিলো সারা বিশ্বে। মিকালেঞ্জেলো আন্তেনিয়োনির একধিক কালজয়ী সিনেমার নায়িকা ছিলেন ভিত্তি। মূলত এই পরিচালকের সিনেমা দিয়েই বিশ্বজুড়ে পরিচিতি পান।

১৯৬০ সালে ‘লা আভেন্তুরা’ সিনেমায় নির্যাতিতা নারীর ভূমিকায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আরও উল্লেখযোগ্য-‘লা নোত্তে’, ‘দ্য এক্লিপস’ ইত্যাদি। ভিত্তি পাঁচবার ইতালিয়ান চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন, ভেনিস উত্সবে জেতেন গোল্ডেন লায়ন।

উল্লেখ্য, ১৯৩১ সালে রোমে জন্মগ্রহণ করেন মনিকা ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থিয়েটারে আকৃষ্ট হন তিনি। এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘যুদ্ধের সময় যখন বাইরে বোমা পড়ত, তখন তিনি ও তার ভাই মিলে সেইসব ঘটনার অভিনয় করে পরিবারের ভয়ার্ত সদস্যদের বিনোদন যোগাতেন।’

সূত্র : সিএনএন