প্রকাশিত হচ্ছে তরুণ লেখক মাহবুব এ রহমানের বই ‘ভূত স্যার’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / ১৬০ Time View
সাহিত্য ডেস্ক:
বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব এ রহমানের শিশুকিশোর গল্পের বই ‘ভূত স্যার’। অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শিশুসাহিত্য বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন।
.
সম্পূর্ণ চাররঙের অলঙ্করণ সমৃদ্ধ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। ‘ভূত স্যার’ মাহবুব এ রহমানের তৃতীয় বই। এর আগে তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে।
.
প্রকাশিতব্য বই নিয়ে মাহবুব এ রহমান বলেন, ‘এবারের মেলা উপলক্ষে আমার নতুন বই আসছে। বইয়ের গল্পগুলোতে শিশু-কিশোরদের জন্য চমৎকার কিছু মেসেজ রয়েছে।
.
বইটি পাঠে তাদের মনোজগত আন্দোলিত হবে। সামান্য হলেও বইটি তাদের চিন্তার খোরাক যোগাবে বলে আমার বিশ্বাস।’
.
উল্লেখ্য, মাহবুব এ রহমানের লেখালেখির হাতেখড়ি ছোটোবেলায়। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে রয়েছে তার সরব উপস্থিতি। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
Tag :

Please Share This Post in Your Social Media

প্রকাশিত হচ্ছে তরুণ লেখক মাহবুব এ রহমানের বই ‘ভূত স্যার’

Update Time : ০৪:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
সাহিত্য ডেস্ক:
বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব এ রহমানের শিশুকিশোর গল্পের বই ‘ভূত স্যার’। অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শিশুসাহিত্য বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন।
.
সম্পূর্ণ চাররঙের অলঙ্করণ সমৃদ্ধ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। ‘ভূত স্যার’ মাহবুব এ রহমানের তৃতীয় বই। এর আগে তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে।
.
প্রকাশিতব্য বই নিয়ে মাহবুব এ রহমান বলেন, ‘এবারের মেলা উপলক্ষে আমার নতুন বই আসছে। বইয়ের গল্পগুলোতে শিশু-কিশোরদের জন্য চমৎকার কিছু মেসেজ রয়েছে।
.
বইটি পাঠে তাদের মনোজগত আন্দোলিত হবে। সামান্য হলেও বইটি তাদের চিন্তার খোরাক যোগাবে বলে আমার বিশ্বাস।’
.
উল্লেখ্য, মাহবুব এ রহমানের লেখালেখির হাতেখড়ি ছোটোবেলায়। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে রয়েছে তার সরব উপস্থিতি। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে অধ্যয়নরত।