‘পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করবে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / ৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 

মানুষের দুর্ভোগ ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোমাবাজ, মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে সজাগ থাকারও আহ্বান জানিয়ে পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করবে পুলিশ, এমন আশা প্রকাশ করেন তিনি।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএসের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে পুলিশ। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে। দেশের মানুষ এখন ডিজিটাল সেবা পাচ্ছে। তবে এর ভালো দিক যেমন আছে, তেমনি অনেক খারাপ দিকও রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার ক্রাইম, জালিয়াতি, জঙ্গিবাদ বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

দেশের বিভিন্ন সংকট উত্তরণে নিজেদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন সরকার প্রধান।

সরকার প্রধান বলেন, হত্যা, লুটপাট, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি গোষ্ঠী। পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে তাদের সেই অগ্নিসন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিদের প্রতিহতে কাজ করে যাচ্ছে। মহামারি করোনাভাইরাসের সময়ও পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন তার আত্মীয়-স্বজনও দাফন করছিলেন না, তখন পুলিশ সদস্যরা এগিয়ে গিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি, স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পুলিশ বাহিনীকে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

খোলা জিপে চড়ে বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে মাঠপার্চে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন তিনি। এসময় প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

‘পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করবে পুলিশ’

Update Time : ০৩:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ 

মানুষের দুর্ভোগ ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোমাবাজ, মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে সজাগ থাকারও আহ্বান জানিয়ে পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করবে পুলিশ, এমন আশা প্রকাশ করেন তিনি।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএসের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে পুলিশ। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে। দেশের মানুষ এখন ডিজিটাল সেবা পাচ্ছে। তবে এর ভালো দিক যেমন আছে, তেমনি অনেক খারাপ দিকও রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার ক্রাইম, জালিয়াতি, জঙ্গিবাদ বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

দেশের বিভিন্ন সংকট উত্তরণে নিজেদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন সরকার প্রধান।

সরকার প্রধান বলেন, হত্যা, লুটপাট, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি গোষ্ঠী। পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে তাদের সেই অগ্নিসন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিদের প্রতিহতে কাজ করে যাচ্ছে। মহামারি করোনাভাইরাসের সময়ও পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন তার আত্মীয়-স্বজনও দাফন করছিলেন না, তখন পুলিশ সদস্যরা এগিয়ে গিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি, স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পুলিশ বাহিনীকে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

খোলা জিপে চড়ে বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে মাঠপার্চে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন তিনি। এসময় প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।