পূজামণ্ডপে একসঙ্গে ২৫ জনের বেশি নয়

  • Update Time : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / 157

দুর্গাপূজার মণ্ডপে একসঙ্গে সর্বোচ্চ ২৫ জনের বেশি দর্শনার্থীকে ঢুকতে না দেওয়ার জন্য পূজা উদযাপন কমিটিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

পাশাপাশি মণ্ডপগুলোতে কোভিড-১৯ গাইডলাইন মানার জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

একইসঙ্গে সন্ধ্যার পরে যাতে মণ্ডপে কোনো ধরনের আরতি কিংবা জনসমাগম না করা হয়, সেজন্যও কর্তৃপক্ষকে অনুরোধ করেছে পুলিশ।

এছাড়াও মসজিদ সংলগ্ন মণ্ডপগুলোতে আজানের সময় যাতে শব্দের মাত্রা কমানো হয় সেজন্যও মন্দির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, সংশ্লিষ্ট সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ জানাচ্ছে পুলিশ।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব দেখতে পেলে যেন যথাদ্রুত পুলিশকে জানানো হয়। পূজামণ্ডপে প্রবেশের সময় মাস্ক পরার পাশাপাশি অন্যান্য নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

পূজামণ্ডপে একসঙ্গে ২৫ জনের বেশি নয়

Update Time : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

দুর্গাপূজার মণ্ডপে একসঙ্গে সর্বোচ্চ ২৫ জনের বেশি দর্শনার্থীকে ঢুকতে না দেওয়ার জন্য পূজা উদযাপন কমিটিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

পাশাপাশি মণ্ডপগুলোতে কোভিড-১৯ গাইডলাইন মানার জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

একইসঙ্গে সন্ধ্যার পরে যাতে মণ্ডপে কোনো ধরনের আরতি কিংবা জনসমাগম না করা হয়, সেজন্যও কর্তৃপক্ষকে অনুরোধ করেছে পুলিশ।

এছাড়াও মসজিদ সংলগ্ন মণ্ডপগুলোতে আজানের সময় যাতে শব্দের মাত্রা কমানো হয় সেজন্যও মন্দির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, সংশ্লিষ্ট সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ জানাচ্ছে পুলিশ।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব দেখতে পেলে যেন যথাদ্রুত পুলিশকে জানানো হয়। পূজামণ্ডপে প্রবেশের সময় মাস্ক পরার পাশাপাশি অন্যান্য নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।