পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি মুখোমুখি সংঘর্ষ

  • Update Time : ১২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / 167

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়মনগর হেলথকেয়ার হসপিটালের সামনে ব্যস্ততম কাপ্তাই সড়কে দু’দিক থেকে আসা পুলিশের গাড়ির সাথে সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

আজ রোববার (৫ ডিসেম্বর) সকাল ৭.২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের একটি গাড়ি চন্দ্রঘোনা মুখী হয়ে যাওয়ার পথে অপরদিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

রাঙ্গুনিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব মিল্কি বলেন, সকালে আমাদের গাড়ি তেল নেওয়ার উদ্দেশ্যে চন্দ্রঘোনা পেট্রলপাম্পের দিকে রওনা হই। বিপরীত দিক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে আমি এবং আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি।

অন্যদিকে, এই ঘটনায় একজন সেনা সদস্য গাড়ির গ্লাসের সঙ্গে সামান্য আঘাত পেয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি মুখোমুখি সংঘর্ষ

Update Time : ১২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়মনগর হেলথকেয়ার হসপিটালের সামনে ব্যস্ততম কাপ্তাই সড়কে দু’দিক থেকে আসা পুলিশের গাড়ির সাথে সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

আজ রোববার (৫ ডিসেম্বর) সকাল ৭.২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের একটি গাড়ি চন্দ্রঘোনা মুখী হয়ে যাওয়ার পথে অপরদিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

রাঙ্গুনিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব মিল্কি বলেন, সকালে আমাদের গাড়ি তেল নেওয়ার উদ্দেশ্যে চন্দ্রঘোনা পেট্রলপাম্পের দিকে রওনা হই। বিপরীত দিক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে আমি এবং আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি।

অন্যদিকে, এই ঘটনায় একজন সেনা সদস্য গাড়ির গ্লাসের সঙ্গে সামান্য আঘাত পেয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন।