পুনাকের তিন দিনব্যাপী যোগাসন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • / ১৫১ Time View

নিজস্ব প্রতিবেদক:

‘বিকশিত করো নিজেকে’ বা ‘Discover yourself’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী যোগাসন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

৫ অক্টোবর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর তিন দিনব্যাপী যোগাসন কর্মশালা শেষ হয়েছে।

একটি গতিশীল রাষ্ট্রের প্রধান একক হলো পরিবার, যেখানে একজন সচেতন নাগরিক তৈরি হয়। পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা সেই স্থানটি দৃঢ় করবার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ‘আমরা আছি তোমাদের সাথে’ এই প্রত্যয় নিয়ে পুনাক এর নতুন মাত্রার গতিশীল নেতৃত্ব ‘মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ’ বিভাগ সৃষ্টি করেন।

‘Discover yourself’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ৩ অক্টোবর পুনাক কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনব্যাপী যোগাসন কমর্শালার আয়োজন করা হয়।

এ কর্মশালায় অংশগ্রহণকারী একজন প্রশিক্ষণার্থী বলেন, “পুনাক সভানেত্রীর প্রেরণায়, তিন দিনের কমর্শালা আমাদের ম্রিয়মান বোধের জায়গাগুলো জাগিয়ে তুলেছে। আমাদের প্রলেপ ধরা স্বর্ণ হৃদয় কীভাবে আরো উদ্ভাসিত হবে তার কৌশলটি শিখেছি। আমাদের সহনশীলতা, সবার পাশে থাকবার যে মনোভাব তা আবারও নতুন করে জানলাম”।

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকদের পরিচালনায় কর্মশালায় ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পুনাকের তিন দিনব্যাপী যোগাসন কর্মশালা

Update Time : ১০:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

‘বিকশিত করো নিজেকে’ বা ‘Discover yourself’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী যোগাসন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

৫ অক্টোবর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর তিন দিনব্যাপী যোগাসন কর্মশালা শেষ হয়েছে।

একটি গতিশীল রাষ্ট্রের প্রধান একক হলো পরিবার, যেখানে একজন সচেতন নাগরিক তৈরি হয়। পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা সেই স্থানটি দৃঢ় করবার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ‘আমরা আছি তোমাদের সাথে’ এই প্রত্যয় নিয়ে পুনাক এর নতুন মাত্রার গতিশীল নেতৃত্ব ‘মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ’ বিভাগ সৃষ্টি করেন।

‘Discover yourself’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ৩ অক্টোবর পুনাক কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনব্যাপী যোগাসন কমর্শালার আয়োজন করা হয়।

এ কর্মশালায় অংশগ্রহণকারী একজন প্রশিক্ষণার্থী বলেন, “পুনাক সভানেত্রীর প্রেরণায়, তিন দিনের কমর্শালা আমাদের ম্রিয়মান বোধের জায়গাগুলো জাগিয়ে তুলেছে। আমাদের প্রলেপ ধরা স্বর্ণ হৃদয় কীভাবে আরো উদ্ভাসিত হবে তার কৌশলটি শিখেছি। আমাদের সহনশীলতা, সবার পাশে থাকবার যে মনোভাব তা আবারও নতুন করে জানলাম”।

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকদের পরিচালনায় কর্মশালায় ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।