পিঁপড়েরা লুটে নেয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • / ১৬৫ Time View

পিঁপড়েরা লুটে নেয়
জাফর ওয়াজেদ

যুদ্ধে জিতে পিঁপড়েরা সব লুটে নিচ্ছে চিনি আর চিনি
আখ মাড়াই-এর কলগুলো থেমে নেই, থেমে নেই চাষী

এসএমএস-এ আজ মিলে যায় দিনক্ষণ। আখের
বোঝাই নিয়ে চলে যাবে মিলে, গেটেই শোধ বোধ
এমন সুদিন বুঝি এসেছিল কখনো, মনেও পড়ে না।

ফজলুল হক সাব কত কী করে গেলেন চাষী মজুর
আর ভূমিহীন মানুষের বাঁচার মন্ত্রতন্ত্র সমেত আইন
তারপর কত ঝড় কতো ঝাপটা জীবন নেই থেমে
কতো মিল থেমে যায় ঘেমে যায় চলার পথে ঘাটে

কতো ইক্ষু খেতে পরিরা আসে পরীক্ষা দিতে রোজ
তবু আখ জানে এত মিষ্টতা তার দেহ মন জুড়ে
গুঁড়িগুড়ি চিনি বৃষ্টির মতো ঝরে পড়ে, ঝরঝর
মুখর আখ মাড়াইয়ের দিনে, কতো আখ, কতো চিনি

তবু চিনিরা নেই চায়ের কাপে, মিষ্টান্নের ভাঁড়ে
চলে যায় পিঁপড়ের বাড়ি, গুদাম আর আড়তের
গহন গহীন অন্ধকারে, চিনি কারবারি পিঁপড়েরা
জানে মন্ত্রতন্ত্র শ্লোক বাণী বিবৃতি রচনার ভাষা
‘প্রভু রণে জিতে চিনিহীন পৃথিবী দাও, এতো মিষ্টতা

আর লাগে না ভালো, এতো চিনি মানেই বারডেম’
তাই জিতে যাওয়া রণে এসো চিনিহীন পৃথিবী গড়ি।

লেখক: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মহাপরিচালক পিআইবি।

Please Share This Post in Your Social Media

পিঁপড়েরা লুটে নেয়

Update Time : ০১:০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

পিঁপড়েরা লুটে নেয়
জাফর ওয়াজেদ

যুদ্ধে জিতে পিঁপড়েরা সব লুটে নিচ্ছে চিনি আর চিনি
আখ মাড়াই-এর কলগুলো থেমে নেই, থেমে নেই চাষী

এসএমএস-এ আজ মিলে যায় দিনক্ষণ। আখের
বোঝাই নিয়ে চলে যাবে মিলে, গেটেই শোধ বোধ
এমন সুদিন বুঝি এসেছিল কখনো, মনেও পড়ে না।

ফজলুল হক সাব কত কী করে গেলেন চাষী মজুর
আর ভূমিহীন মানুষের বাঁচার মন্ত্রতন্ত্র সমেত আইন
তারপর কত ঝড় কতো ঝাপটা জীবন নেই থেমে
কতো মিল থেমে যায় ঘেমে যায় চলার পথে ঘাটে

কতো ইক্ষু খেতে পরিরা আসে পরীক্ষা দিতে রোজ
তবু আখ জানে এত মিষ্টতা তার দেহ মন জুড়ে
গুঁড়িগুড়ি চিনি বৃষ্টির মতো ঝরে পড়ে, ঝরঝর
মুখর আখ মাড়াইয়ের দিনে, কতো আখ, কতো চিনি

তবু চিনিরা নেই চায়ের কাপে, মিষ্টান্নের ভাঁড়ে
চলে যায় পিঁপড়ের বাড়ি, গুদাম আর আড়তের
গহন গহীন অন্ধকারে, চিনি কারবারি পিঁপড়েরা
জানে মন্ত্রতন্ত্র শ্লোক বাণী বিবৃতি রচনার ভাষা
‘প্রভু রণে জিতে চিনিহীন পৃথিবী দাও, এতো মিষ্টতা

আর লাগে না ভালো, এতো চিনি মানেই বারডেম’
তাই জিতে যাওয়া রণে এসো চিনিহীন পৃথিবী গড়ি।

লেখক: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মহাপরিচালক পিআইবি।