পাহাড়ি ঢলে আরও ১০০ একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ২২৭ Time View

হবিগঞ্জ প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরের আরও ১০০ একর জমির ধান তলিয়ে গেছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়ছে কৃষকরা।

লাখাই উপজেলা সদর ইউনিয়নের কৃষি অফিসার অমিতাভ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পানিতে লাখাই উপজেলার ৫০০ একর জমির ধান ইতোমধ্যে তলিয়ে গেছে। বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় আরও ১০০ একর নতুন করে তলিয়ে গেছে।

তিনি বলেন, আমরা কৃষকদের দ্রুত সময়ের মধ্যে ধান কাটার জন্য পরামর্শ দিয়েছি। এছাড়া যে জমিতে এখনো পানি উঠেনি, সেই জমিতে ধান কাটার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। ফলে কৃষকরা পানি উঠার আগেই ধান ঘরে তুলতে পারবে।

লাখাই উপজেলার স্বজন গ্রামের কৃষক আবু লাল দাশ জানান, বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছেই না। আশায় ছিলাম, পানি কিছুটা কমেছে কিন্তু আজকের পাহাড়ি ঢলে আরও নতুন নতুন জমি তলিয়ে গেছে। এছাড়া শ্রমিকের মারাত্মক সংকট রয়েছে। কোনো অবস্থায় শ্রমিকের সংকট কাটানো যাচ্ছে না। এ অবস্থায় আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন বলেন, আজ প্রচুর বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টির কারণে আরও কিচু জমি তলিয়ে গেছে। বিষয়টি আমরা কৃষি বিভাগের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। হয়তো বিকেলের দিকে বলতে পারব কী পরিমাণ জমি তলিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

পাহাড়ি ঢলে আরও ১০০ একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে

Update Time : ১২:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

হবিগঞ্জ প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরের আরও ১০০ একর জমির ধান তলিয়ে গেছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়ছে কৃষকরা।

লাখাই উপজেলা সদর ইউনিয়নের কৃষি অফিসার অমিতাভ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পানিতে লাখাই উপজেলার ৫০০ একর জমির ধান ইতোমধ্যে তলিয়ে গেছে। বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় আরও ১০০ একর নতুন করে তলিয়ে গেছে।

তিনি বলেন, আমরা কৃষকদের দ্রুত সময়ের মধ্যে ধান কাটার জন্য পরামর্শ দিয়েছি। এছাড়া যে জমিতে এখনো পানি উঠেনি, সেই জমিতে ধান কাটার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। ফলে কৃষকরা পানি উঠার আগেই ধান ঘরে তুলতে পারবে।

লাখাই উপজেলার স্বজন গ্রামের কৃষক আবু লাল দাশ জানান, বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছেই না। আশায় ছিলাম, পানি কিছুটা কমেছে কিন্তু আজকের পাহাড়ি ঢলে আরও নতুন নতুন জমি তলিয়ে গেছে। এছাড়া শ্রমিকের মারাত্মক সংকট রয়েছে। কোনো অবস্থায় শ্রমিকের সংকট কাটানো যাচ্ছে না। এ অবস্থায় আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন বলেন, আজ প্রচুর বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টির কারণে আরও কিচু জমি তলিয়ে গেছে। বিষয়টি আমরা কৃষি বিভাগের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। হয়তো বিকেলের দিকে বলতে পারব কী পরিমাণ জমি তলিয়ে গেছে।