পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৫

  • Update Time : ০৯:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / 31

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ পাকসেনা নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই ‘হামলা’র ঘটনা ঘটেছে। পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচজন সেনাসদস্য শহীদ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর এমন হামলার ঘটনা বেড়ে গেছে। পাকিস্তানের ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর মাঝেমধ্যেই হামলা চালায় দেশটির তালেবান। সংগঠনটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত।

Tag :

Please Share This Post in Your Social Media

পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৫

Update Time : ০৯:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ পাকসেনা নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই ‘হামলা’র ঘটনা ঘটেছে। পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচজন সেনাসদস্য শহীদ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর এমন হামলার ঘটনা বেড়ে গেছে। পাকিস্তানের ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর মাঝেমধ্যেই হামলা চালায় দেশটির তালেবান। সংগঠনটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত।