পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস উপলক্ষ্যে বেড়েছে ফুলবিক্রি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৪৪ Time View
নিজস্ব প্রতিবেদক: 
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে বেড়েছে ফুলবিক্রি। রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন এলাকায় সারা রাত ধরে চলে ফুল বিক্রি।
.

নানা বয়সী মানুষের ভিড় ছিলো দোকানগুলোতে।  তবে, বিক্রেতারা বলছেন, চাহিদা বাড়লেও মহামারির কারণে অন্যান্যবারের চেয়ে বিক্রি কম।

গভীর রাতে ট্রাক থেকে নামছে সারি সারি ফুল।  সেই ফুল নিয়ে যাচ্ছে দোকানিরা।  রাস্তার পাশেও বসেছে দোকান।  পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস একই দিনে হওয়ায় বেড়েছে ফুলের চাহিদা।  মধ্যরাতেও নানা বয়সী ক্রেতার ভিড়।

তবে বিক্রেতাদের মুখে ভিন্ন কথা।  শেষ মুহূর্তে চাহিদা বাড়লেও মহামারির কারণে অন্যান্য বারের চেয়ে ফুলের বিক্রি কম বলে জানান তারা।
.
এক বিক্রেতা বলেন, অনেক ক্রেতা আছে কিন্তু ফুল কিনে না। একশ জনের মধ্যে দশ জন ফুল কিনে। একটা সময় ছিল ফুল বেচে অনেক টাকা হত। এখন আর আগের মত হয় না।

Tag :

Please Share This Post in Your Social Media

পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস উপলক্ষ্যে বেড়েছে ফুলবিক্রি

Update Time : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
নিজস্ব প্রতিবেদক: 
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে বেড়েছে ফুলবিক্রি। রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন এলাকায় সারা রাত ধরে চলে ফুল বিক্রি।
.

নানা বয়সী মানুষের ভিড় ছিলো দোকানগুলোতে।  তবে, বিক্রেতারা বলছেন, চাহিদা বাড়লেও মহামারির কারণে অন্যান্যবারের চেয়ে বিক্রি কম।

গভীর রাতে ট্রাক থেকে নামছে সারি সারি ফুল।  সেই ফুল নিয়ে যাচ্ছে দোকানিরা।  রাস্তার পাশেও বসেছে দোকান।  পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস একই দিনে হওয়ায় বেড়েছে ফুলের চাহিদা।  মধ্যরাতেও নানা বয়সী ক্রেতার ভিড়।

তবে বিক্রেতাদের মুখে ভিন্ন কথা।  শেষ মুহূর্তে চাহিদা বাড়লেও মহামারির কারণে অন্যান্য বারের চেয়ে ফুলের বিক্রি কম বলে জানান তারা।
.
এক বিক্রেতা বলেন, অনেক ক্রেতা আছে কিন্তু ফুল কিনে না। একশ জনের মধ্যে দশ জন ফুল কিনে। একটা সময় ছিল ফুল বেচে অনেক টাকা হত। এখন আর আগের মত হয় না।