পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

  • Update Time : ০৪:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • / 126

আন্তর্জাতিক ডেস্কঃ দৈনিক করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যায় রেকর্ড হয়েছে পশ্চিমবঙ্গে। বুধবার রাজ্যটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে। এদিন মারা যায় ৬৪ জন। যা এ রাজ্যে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বুধবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৭৭ জন, যা এখনও পর্যন্ত রেকর্ড। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন তিন লাখ পাঁচ হাজার ৬৯৭ জন।

সংক্রমণের সঙ্গে মৃত্যুর সংখ্যাটাও উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যে এখনও পর্যন্ত একদিনে রেকর্ড মৃত্যু ছিল ৬৩ জনের। বুধবার সেই গণ্ডি পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।

৬৪ জনের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। ৯ জন মারা গেছেন হাওড়ায়। পাঁচজন দক্ষিণ ২৪ পরগনায় এবং চারজনের মৃত্যু হয়েছে হুগলিতে।

বুধবার রাজ্যে নতুন করে সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার ৫০৫।

দৈনিক সংক্রমণের নিরিখে এদিন কলকাতা ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনাকে। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। কলকাতায় ওই সময়ে আক্রান্তের সংখ্যা ৭৯৪।

রাজ্যের অন্যান্য জেলায় করোনা সংক্রমণের চিত্রটা এমন- দক্ষিণ ২৪ পরগনা (২৩৪), হুগলি (১৬৩), হাওড়া (২২৮), পশ্চিম বর্ধমান (৯৫), পূর্ব বর্ধমান (৮৪), পূর্ব মেদিনীপুর (৯৩), পশ্চিম মেদিনীপুর (১২২), বাঁকুড়া (৭৯), পুরুলিয়া (৭০), ঝাড়গ্রাম (৪৮), বীরভূম (৭৮), নদিয়া (১৩৭) ও মুর্শিদাবাদ (৯১)।

এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (৭৩), কোচবিহার (৮১), দার্জিলিং (১১৫), জলপাইগুড়ি (৯০), উত্তর দিনাজপুরে (৪৬) দক্ষিণবঙ্গের তুলনায় করোনার প্রকোপ অনেকটা কম।

Tag :

Please Share This Post in Your Social Media

পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

Update Time : ০৪:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ দৈনিক করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যায় রেকর্ড হয়েছে পশ্চিমবঙ্গে। বুধবার রাজ্যটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে। এদিন মারা যায় ৬৪ জন। যা এ রাজ্যে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বুধবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৭৭ জন, যা এখনও পর্যন্ত রেকর্ড। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন তিন লাখ পাঁচ হাজার ৬৯৭ জন।

সংক্রমণের সঙ্গে মৃত্যুর সংখ্যাটাও উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যে এখনও পর্যন্ত একদিনে রেকর্ড মৃত্যু ছিল ৬৩ জনের। বুধবার সেই গণ্ডি পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।

৬৪ জনের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। ৯ জন মারা গেছেন হাওড়ায়। পাঁচজন দক্ষিণ ২৪ পরগনায় এবং চারজনের মৃত্যু হয়েছে হুগলিতে।

বুধবার রাজ্যে নতুন করে সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার ৫০৫।

দৈনিক সংক্রমণের নিরিখে এদিন কলকাতা ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনাকে। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। কলকাতায় ওই সময়ে আক্রান্তের সংখ্যা ৭৯৪।

রাজ্যের অন্যান্য জেলায় করোনা সংক্রমণের চিত্রটা এমন- দক্ষিণ ২৪ পরগনা (২৩৪), হুগলি (১৬৩), হাওড়া (২২৮), পশ্চিম বর্ধমান (৯৫), পূর্ব বর্ধমান (৮৪), পূর্ব মেদিনীপুর (৯৩), পশ্চিম মেদিনীপুর (১২২), বাঁকুড়া (৭৯), পুরুলিয়া (৭০), ঝাড়গ্রাম (৪৮), বীরভূম (৭৮), নদিয়া (১৩৭) ও মুর্শিদাবাদ (৯১)।

এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (৭৩), কোচবিহার (৮১), দার্জিলিং (১১৫), জলপাইগুড়ি (৯০), উত্তর দিনাজপুরে (৪৬) দক্ষিণবঙ্গের তুলনায় করোনার প্রকোপ অনেকটা কম।