পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১৮৫ Time View

 

উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। পর্তুগালের ব্রাগায় স্পেন জিতেছে ১-০ গোলে। এই জয়ের ফলে নেশনস লিগের সেমিফাইনালে উঠেছে স্পেন।

শুরুর একাদশে সাতটি পরিবর্তন নিয়ে স্পেন মাঠে নামে।

সার্জিও বুশকেটস, গাভি, পেদ্রি ও জর্দি আলবাকে বেঞ্চে রাখেন কোচ লুইস এনরিকে। ম্যাচে দাপট ছিল পর্তুগালের, তবে একের পর এক সুযোগ নষ্ট করেছেন রোনালদোরা। ৩২তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের লম্বা পাস ধরে ডিওগো জোতা লক্ষ্যে শট নেন। কিন্তু তা রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ৩৭তম মিনিটে ফার্নান্দেস গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে চারটি বদল আনার পর জ্বলে উঠে স্পেন। ৭০তম মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড মোরাতা দূরপাল্লার শট নেন লক্ষ্যে। তবে সেটা রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক ডিওগো কস্তা। ৮৮তম মিনিটে আর আটকানো যায়নি মোরাতাকে। গোল করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামকে নিস্তব্ধ করে দেন তিনি।

এই ম্যাচে ড্র করলেও শেষ চারে যেত পর্তুগাল। কিন্তু শেষ মুহূর্তের গোলে বিদায় নিতে হয়েছে রোনালদোদের। উয়েফা নেশনস লিগের চার দল হলো – ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি ও স্পেন।

Please Share This Post in Your Social Media

পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

Update Time : ১২:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

 

উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। পর্তুগালের ব্রাগায় স্পেন জিতেছে ১-০ গোলে। এই জয়ের ফলে নেশনস লিগের সেমিফাইনালে উঠেছে স্পেন।

শুরুর একাদশে সাতটি পরিবর্তন নিয়ে স্পেন মাঠে নামে।

সার্জিও বুশকেটস, গাভি, পেদ্রি ও জর্দি আলবাকে বেঞ্চে রাখেন কোচ লুইস এনরিকে। ম্যাচে দাপট ছিল পর্তুগালের, তবে একের পর এক সুযোগ নষ্ট করেছেন রোনালদোরা। ৩২তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের লম্বা পাস ধরে ডিওগো জোতা লক্ষ্যে শট নেন। কিন্তু তা রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ৩৭তম মিনিটে ফার্নান্দেস গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে চারটি বদল আনার পর জ্বলে উঠে স্পেন। ৭০তম মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড মোরাতা দূরপাল্লার শট নেন লক্ষ্যে। তবে সেটা রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক ডিওগো কস্তা। ৮৮তম মিনিটে আর আটকানো যায়নি মোরাতাকে। গোল করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামকে নিস্তব্ধ করে দেন তিনি।

এই ম্যাচে ড্র করলেও শেষ চারে যেত পর্তুগাল। কিন্তু শেষ মুহূর্তের গোলে বিদায় নিতে হয়েছে রোনালদোদের। উয়েফা নেশনস লিগের চার দল হলো – ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি ও স্পেন।