পবা উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ১৭৯ Time View

ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলে শেষ দিন ছিল মঙ্গলবার। এদিন অনেক চেয়ারম্যান প্রার্থী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শত শত কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে উপজেলার চত্তর প্রার্থী কর্মী সমর্থকে ভরে উঠে।

উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮জন, সংরক্ষিত আসনে ৮১ জন ও সাধারণ সদস্যপদে ২৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যারমধ্যে দর্শনপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান রাজ ও স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান রমজান আলী, মাইনুল ইসলাম, শাহাতদ হোসেন, বাবলুর রহমান ও আম্মাতুন্নেছা মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ৯জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল ও স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ৯জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হুজুরীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. রেজাউল করিম মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ৮ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বড়গাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী শাহাদৎ হোসেন সাগর ও স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, সোহেল রানা ও মুঞ্জুর মুর্শেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১২ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দামকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রর্থী আব্দুস সালাম, রেজাউল করিম সরকার, সাজাহান আলী ও তরিকুল ইসলাম চুনু মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১৩জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হড়গ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী ফারুক হোসেন ও স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, এ্যাড. মো. আবু আসলাম ও তাজুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১৩ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
পারিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী ফাহিমা বেগম ও স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, সাইদ আলী ও রাজু আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১৪ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের পক্ষে মনোনয়নপত্র জমা দানের সময় উপস্থিত ছিলেন প্রার্থী কামরুল হাসান রাজ, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, সহসভাপতি সামশুদ্দিন ও ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব পাঞ্জাতন, আলহাজ্ব আমসুদ্দিন, আলহাজ্ব নজিবুর রহমান, আলহাজ্ব গোলাম মোস্তফা, নুরুল আমিন সিদ্দিকী, আশরাফ আলী, রেজাউল করিম, আলাউদ্দিন, দর্শনপাড়া ইউনিয়ন মহিলা লীগ সভানেত্রী মাবিয়া বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, দর্শনপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি বেগমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন হড়গ্রাম ইউনিয়নে নৌকার প্রার্থী ফারুক হোসেন মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে দামকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাবু সরকার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তার সাথে ছিলেন ইমন মন্ডল, মশিউর রহমান রাসেল, ওমর মেহেদী ডলার, বজলুর রহমান, ফিরোজ আহমেদ, সাকিল হোসেন, মাহমুদুর রহমান, মো. পাখি, আবু ইউসুফ নিয়ন।

তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

Tag :

Please Share This Post in Your Social Media

পবা উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Update Time : ১১:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলে শেষ দিন ছিল মঙ্গলবার। এদিন অনেক চেয়ারম্যান প্রার্থী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শত শত কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে উপজেলার চত্তর প্রার্থী কর্মী সমর্থকে ভরে উঠে।

উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮জন, সংরক্ষিত আসনে ৮১ জন ও সাধারণ সদস্যপদে ২৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যারমধ্যে দর্শনপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান রাজ ও স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান রমজান আলী, মাইনুল ইসলাম, শাহাতদ হোসেন, বাবলুর রহমান ও আম্মাতুন্নেছা মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ৯জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল ও স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ৯জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হুজুরীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. রেজাউল করিম মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ৮ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বড়গাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী শাহাদৎ হোসেন সাগর ও স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, সোহেল রানা ও মুঞ্জুর মুর্শেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১২ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দামকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রর্থী আব্দুস সালাম, রেজাউল করিম সরকার, সাজাহান আলী ও তরিকুল ইসলাম চুনু মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১৩জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হড়গ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী ফারুক হোসেন ও স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, এ্যাড. মো. আবু আসলাম ও তাজুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১৩ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
পারিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী ফাহিমা বেগম ও স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, সাইদ আলী ও রাজু আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত তিন আসনে ১৪ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের পক্ষে মনোনয়নপত্র জমা দানের সময় উপস্থিত ছিলেন প্রার্থী কামরুল হাসান রাজ, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, সহসভাপতি সামশুদ্দিন ও ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব পাঞ্জাতন, আলহাজ্ব আমসুদ্দিন, আলহাজ্ব নজিবুর রহমান, আলহাজ্ব গোলাম মোস্তফা, নুরুল আমিন সিদ্দিকী, আশরাফ আলী, রেজাউল করিম, আলাউদ্দিন, দর্শনপাড়া ইউনিয়ন মহিলা লীগ সভানেত্রী মাবিয়া বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, দর্শনপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি বেগমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন হড়গ্রাম ইউনিয়নে নৌকার প্রার্থী ফারুক হোসেন মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে দামকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাবু সরকার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তার সাথে ছিলেন ইমন মন্ডল, মশিউর রহমান রাসেল, ওমর মেহেদী ডলার, বজলুর রহমান, ফিরোজ আহমেদ, সাকিল হোসেন, মাহমুদুর রহমান, মো. পাখি, আবু ইউসুফ নিয়ন।

তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।