পবায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / ১৫২ Time View

ইউসুফ চৌধুরী, রাজশাহী প্রতিনিধি:

সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পিছিয়ে নেই নারীরাও। বর্তমান সরকারের আমলে নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন হয়েছে। নারীর ক্ষমতায়নের পাশাপাশি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণেও বেশ জোরালো ভূমিকা রেখে চলেছেন নারীরা। দেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশ নারী ও শিশু। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।

এ বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে চলেছে। এ লক্ষ্যে শিশু ও নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা অবশ্যই প্রশংসার দাবী রাখে। কথাগুলো বললেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাজশাহীর পবায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রতিটি শিশুই দেশের সম্পদ। ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও সুস্থ্য ও সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের এখনকার শিশুকেই সুশিক্ষাসহ দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। তখন প্রতিটি শিশুই যেন বলতে পারে, তাদের মা এমএ পাশ।

জেলা তথ্য অফিস এর আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় শিশু ও নারী উন্নয়ন সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন ড. মো. কাইয়ুম তালুকদার, জেলা তথ্য অফিসের পরিচালক মো. ফরহাদ হোসেন, জেলা তথ্য অফিস উপ-পরিচালক নাফিয়া নাসরিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

জেলা সহকারী তথ্য অফিসার আঃ আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে কিভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে ও করোনা কালীন গর্ভবতী নারী ও শিশুদের কি কি করনীয় এবং ওটিজমসহ শিশু ও নারীদের অধিকার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দিন, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, নওহাটা সরকারি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন, নারী নেত্রী রহিমা বেগম, মনিরা খাতুন, পারিলা ইউপি চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, মৎস্য ব্যবসায়ী সোহরাব হোসেন, উপজেলা মসজিদের ইমাম গোলাম মাওলাসহ ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

পবায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

Update Time : ১২:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১

ইউসুফ চৌধুরী, রাজশাহী প্রতিনিধি:

সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পিছিয়ে নেই নারীরাও। বর্তমান সরকারের আমলে নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন হয়েছে। নারীর ক্ষমতায়নের পাশাপাশি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণেও বেশ জোরালো ভূমিকা রেখে চলেছেন নারীরা। দেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশ নারী ও শিশু। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।

এ বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে চলেছে। এ লক্ষ্যে শিশু ও নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা অবশ্যই প্রশংসার দাবী রাখে। কথাগুলো বললেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাজশাহীর পবায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রতিটি শিশুই দেশের সম্পদ। ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও সুস্থ্য ও সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের এখনকার শিশুকেই সুশিক্ষাসহ দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। তখন প্রতিটি শিশুই যেন বলতে পারে, তাদের মা এমএ পাশ।

জেলা তথ্য অফিস এর আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় শিশু ও নারী উন্নয়ন সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন ড. মো. কাইয়ুম তালুকদার, জেলা তথ্য অফিসের পরিচালক মো. ফরহাদ হোসেন, জেলা তথ্য অফিস উপ-পরিচালক নাফিয়া নাসরিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

জেলা সহকারী তথ্য অফিসার আঃ আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে কিভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে ও করোনা কালীন গর্ভবতী নারী ও শিশুদের কি কি করনীয় এবং ওটিজমসহ শিশু ও নারীদের অধিকার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দিন, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, নওহাটা সরকারি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন, নারী নেত্রী রহিমা বেগম, মনিরা খাতুন, পারিলা ইউপি চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, মৎস্য ব্যবসায়ী সোহরাব হোসেন, উপজেলা মসজিদের ইমাম গোলাম মাওলাসহ ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।