পদ্মা সেতু উন্মুক্ত হওয়ার পরপরই মাওয়া প্রান্তে যানজট

  • Update Time : ০১:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / 176

নিজস্ব প্রতিবেদকঃ

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পদ্মা সেতুর শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৬ জুন) সকাল ৮টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা যায়।

জানা গেছে, সকাল থেকেই পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উৎসুক জনতা সেতুতে উঠার জন্য ভিড় করেছে। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ঘোরার জন্য এসেছেন।

এদিকে পায়ে হেঁটে পদ্মা সেতুতে ওঠার অনুমতি না থাকলেও, অনেককেই দেখা গেছে পরিবারের সদস্যদের নিয়ে পায়ে হেঁটে সেতু পাড়ি দেয়ার চেষ্টা করতে। অনেকে আবার টোল না দিয়েই দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, রোববার ভোর ৫টা ৪৭ মিনিটে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের সংযোগ, পদ্মাসেতু। সেতুর জাজিরা প্রান্ত থেকে একটি প্রাইভেট কার টোল দিয়ে সেতু পার হয়। এই ঐতিহাসিক মুহূর্তে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ হল।

Tag :

Please Share This Post in Your Social Media

পদ্মা সেতু উন্মুক্ত হওয়ার পরপরই মাওয়া প্রান্তে যানজট

Update Time : ০১:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পদ্মা সেতুর শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৬ জুন) সকাল ৮টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা যায়।

জানা গেছে, সকাল থেকেই পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উৎসুক জনতা সেতুতে উঠার জন্য ভিড় করেছে। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ঘোরার জন্য এসেছেন।

এদিকে পায়ে হেঁটে পদ্মা সেতুতে ওঠার অনুমতি না থাকলেও, অনেককেই দেখা গেছে পরিবারের সদস্যদের নিয়ে পায়ে হেঁটে সেতু পাড়ি দেয়ার চেষ্টা করতে। অনেকে আবার টোল না দিয়েই দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, রোববার ভোর ৫টা ৪৭ মিনিটে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের সংযোগ, পদ্মাসেতু। সেতুর জাজিরা প্রান্ত থেকে একটি প্রাইভেট কার টোল দিয়ে সেতু পার হয়। এই ঐতিহাসিক মুহূর্তে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ হল।