পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করতে আসছে রৌপ্য মুদ্রা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ১৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 

জাতির গৌরবের প্রতীক-পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে।

২২ জানুয়ারি (রবিবার) স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা অফিস হতে পাওয়া যাবে। প্রতিটি রৌপ্য মুদ্রার কিনতে লাগবে পাঁচ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য : ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। এ ছাড়া, স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতু’র একটি ছবি এবং সেতুর উপরে ‘Padma Bridge- The Symbol of national pride’ এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল 2022 অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media

পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করতে আসছে রৌপ্য মুদ্রা

Update Time : ১২:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ 

জাতির গৌরবের প্রতীক-পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে।

২২ জানুয়ারি (রবিবার) স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা অফিস হতে পাওয়া যাবে। প্রতিটি রৌপ্য মুদ্রার কিনতে লাগবে পাঁচ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য : ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। এ ছাড়া, স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতু’র একটি ছবি এবং সেতুর উপরে ‘Padma Bridge- The Symbol of national pride’ এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল 2022 অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।