পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী বারুনী স্নান উৎসব শুরু

  • Update Time : ১০:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / 131

পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী বারুনী স্নান উৎসব বুধবার (৩০ মার্চ) শুরু হয়েছে।

জানা গেছে করোনা মহামারি কারণে গত দুই বছর এই উৎসব অনুষ্ঠিত হয়নি। এ বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেছে।

সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেন। সেই সঙ্গে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরিতকী, কলা প্রভৃতি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। জেলাসহ উত্তরাঞ্চলের লাখো সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নেয়। আগামী সাত দিন এই পূণ্যস্নান উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় মন্দির কমিটির সার্বিক তত্বাবধায়নে এই মেলার আয়োজন করেন। বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার সার্বিক তত্ত্বাবধানসহ নিরাপত্তা জোরদার করেছে।।

Tag :

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী বারুনী স্নান উৎসব শুরু

Update Time : ১০:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী বারুনী স্নান উৎসব বুধবার (৩০ মার্চ) শুরু হয়েছে।

জানা গেছে করোনা মহামারি কারণে গত দুই বছর এই উৎসব অনুষ্ঠিত হয়নি। এ বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেছে।

সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেন। সেই সঙ্গে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরিতকী, কলা প্রভৃতি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। জেলাসহ উত্তরাঞ্চলের লাখো সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নেয়। আগামী সাত দিন এই পূণ্যস্নান উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় মন্দির কমিটির সার্বিক তত্বাবধায়নে এই মেলার আয়োজন করেন। বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার সার্বিক তত্ত্বাবধানসহ নিরাপত্তা জোরদার করেছে।।