নোয়াখালীতে নৌকা জেতাতে ভোটারদের শপথ

  • Update Time : ০১:৩৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • / 172

নোয়াখালী প্রতিনিধি:

নৌকা জেতাতে নোয়াখালীর সদর উপজেলার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নে সমাবেশে শপথ নিয়েছে স্থানীয় সহস্রাধিক ভোটার।

৩ নম্বর ওয়ার্ডের ভেলানগর মোহাম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা মাঠে সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত নির্বাচনী সভায় শপথ নেন তারা।

সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেয়াজপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন বাহাদুর, সমাজসেবক মো. মোস্তফা ও সাইফুল ইসলাম আপেল প্রমুখ।

সভায় গত পাঁচ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন ও আইনশৃঙ্খলার শান্তির কথা তুলে ধরেন বক্তারা। পরে উপস্থিত সহস্রাধিক ভোটার নৌকা মার্কায় ভোট দেওয়ার শপথ নেন। এতে পুরুষের পাশাপাশি অসংখ্য নারীও উপস্থিত ছিলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, গত পাঁচ বছরে ভেলানগর ও জাহানাবাদ গ্রামের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আগে যেসব রাস্তায় চলাচল করা যেতো না সেগুলোও এখন পাকা। বাকি যেসব কাজ আছে তাও শেষ হওয়ার পথে। তাই গ্রামবাসীরা এবার নৌকায় ভোট দেওয়ার শপথ নিয়েছেন।

আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরসহ ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নোয়াখালীতে নৌকা জেতাতে ভোটারদের শপথ

Update Time : ০১:৩৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

নৌকা জেতাতে নোয়াখালীর সদর উপজেলার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নে সমাবেশে শপথ নিয়েছে স্থানীয় সহস্রাধিক ভোটার।

৩ নম্বর ওয়ার্ডের ভেলানগর মোহাম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা মাঠে সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত নির্বাচনী সভায় শপথ নেন তারা।

সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেয়াজপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন বাহাদুর, সমাজসেবক মো. মোস্তফা ও সাইফুল ইসলাম আপেল প্রমুখ।

সভায় গত পাঁচ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন ও আইনশৃঙ্খলার শান্তির কথা তুলে ধরেন বক্তারা। পরে উপস্থিত সহস্রাধিক ভোটার নৌকা মার্কায় ভোট দেওয়ার শপথ নেন। এতে পুরুষের পাশাপাশি অসংখ্য নারীও উপস্থিত ছিলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, গত পাঁচ বছরে ভেলানগর ও জাহানাবাদ গ্রামের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আগে যেসব রাস্তায় চলাচল করা যেতো না সেগুলোও এখন পাকা। বাকি যেসব কাজ আছে তাও শেষ হওয়ার পথে। তাই গ্রামবাসীরা এবার নৌকায় ভোট দেওয়ার শপথ নিয়েছেন।

আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরসহ ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।