নোবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / ১৮৭ Time View

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি:

মেয়াদউত্তীর্ণ হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) তে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

আজ(২২ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহবান করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কমিটির মেয়াদ ২০১৯ সালের ১৮ অক্টোবর শেষ হয়।কমিটির মেয়াদ শেষ হওয়ার ২৫ মাস পর তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও নোবিপ্রবিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এ বছরের ৩০ অক্টোবর দায়িত্ব পান বাংলাদেশ ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদক বায়েজিদ কোতয়াল,উপ আন্তর্জাতিক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী এবং সহ-সম্পাদক সৈয়দ ফয়সাল হাসান।

উল্লেখ্য, নোবিপ্রবিতে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কমিটি গঠিত হয় ২০১৭ সালের ১৮ অক্টোবর। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ছিলেন শফিকুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক ছিলেন সাকিব মোশাররফ ধ্রুব।

Please Share This Post in Your Social Media

নোবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

Update Time : ০৭:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি:

মেয়াদউত্তীর্ণ হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) তে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

আজ(২২ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহবান করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কমিটির মেয়াদ ২০১৯ সালের ১৮ অক্টোবর শেষ হয়।কমিটির মেয়াদ শেষ হওয়ার ২৫ মাস পর তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও নোবিপ্রবিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এ বছরের ৩০ অক্টোবর দায়িত্ব পান বাংলাদেশ ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদক বায়েজিদ কোতয়াল,উপ আন্তর্জাতিক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী এবং সহ-সম্পাদক সৈয়দ ফয়সাল হাসান।

উল্লেখ্য, নোবিপ্রবিতে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কমিটি গঠিত হয় ২০১৭ সালের ১৮ অক্টোবর। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ছিলেন শফিকুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক ছিলেন সাকিব মোশাররফ ধ্রুব।