নেপালে ভূমিধসে তিন শিশুসহ নিহত ৯

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / 11

হিমালয়কন্যা নেপালের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছে। এ নিয়ে চলতি বৃষ্টির মৌসুমে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) দেশটির রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের কবলে পড়ে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ওই পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।

এর আগে সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার তিন বছর বয়সী এক শিশু নিহত হন। আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুইজন নিহত হন।

প্রসঙ্গত, জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টির মৌসুমে হিমালায় কোলের দেশ নেপালে ভূমিধস একটি নিয়মিত ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষ মারা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

নেপালে ভূমিধসে তিন শিশুসহ নিহত ৯

Update Time : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

হিমালয়কন্যা নেপালের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছে। এ নিয়ে চলতি বৃষ্টির মৌসুমে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) দেশটির রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের কবলে পড়ে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ওই পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।

এর আগে সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার তিন বছর বয়সী এক শিশু নিহত হন। আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুইজন নিহত হন।

প্রসঙ্গত, জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টির মৌসুমে হিমালায় কোলের দেশ নেপালে ভূমিধস একটি নিয়মিত ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষ মারা যায়।