নীলফামারীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • / 351

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৯৭তম শাখার যাত্রা শুরু হল।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম।

এসময় বিদেশ ফেরত মিলন মিয়াকে তিন লাখ, বিদেশগামী সুজন মিয়াকে দেড় লাখ ও বিদেশ গামী রবিউল ইসলামকে দুই লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, প্রবাসীদের রেমিটেন্স দেশের উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করছে। বলা যায় গার্মেন্টস শিল্পের পরই প্রবাসীদের অবদান। তবে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে এতে দেশের কোন উপকারে আসে না, বরং ক্ষতি হয়। বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়।

প্রবাসীদের নির্বিঘ্নে দেশে টাকা পাঠানোয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরির উদ্যোগ নেন। ইতোমধ্যে এর সুফলও পাচ্ছে প্রবাসী পরিবারের সদস্যরা।

তিনি আরও বলেন, বিদেশে যেতে যুবদের উৎসাহ সৃষ্টি করতে হবে এবং প্রশিক্ষণ নিয়ে যাতে বিদেশে যেতে পারে এজন্য উদ্বুদ্ধ করতে হবে।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হবে।
এনিয়ে রংপুর বিভাগে সাতটি শাখা চালু হলো প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, ব্যাংকটির মহাব্যবস্থাপক নূর আলম সরদার, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের যাত্রা শুরু

Update Time : ১০:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৯৭তম শাখার যাত্রা শুরু হল।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম।

এসময় বিদেশ ফেরত মিলন মিয়াকে তিন লাখ, বিদেশগামী সুজন মিয়াকে দেড় লাখ ও বিদেশ গামী রবিউল ইসলামকে দুই লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, প্রবাসীদের রেমিটেন্স দেশের উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করছে। বলা যায় গার্মেন্টস শিল্পের পরই প্রবাসীদের অবদান। তবে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে এতে দেশের কোন উপকারে আসে না, বরং ক্ষতি হয়। বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়।

প্রবাসীদের নির্বিঘ্নে দেশে টাকা পাঠানোয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরির উদ্যোগ নেন। ইতোমধ্যে এর সুফলও পাচ্ছে প্রবাসী পরিবারের সদস্যরা।

তিনি আরও বলেন, বিদেশে যেতে যুবদের উৎসাহ সৃষ্টি করতে হবে এবং প্রশিক্ষণ নিয়ে যাতে বিদেশে যেতে পারে এজন্য উদ্বুদ্ধ করতে হবে।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হবে।
এনিয়ে রংপুর বিভাগে সাতটি শাখা চালু হলো প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, ব্যাংকটির মহাব্যবস্থাপক নূর আলম সরদার, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।