নিবন্ধনের অনুমতি পেল বিডি সমাচার ২৪ ডটকম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / ৩৬৪ Time View
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের কৃতিসন্তান সাংবাদিক মহসিন হোসেন সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকমকে ‘ নিবন্ধনের অনুমোদন দিয়েছে সরকার।
.
বিডি সমাচার ২৪ ডটকমের পাশাপাশি আরও ৫০টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
.
সব মিলিয়ে তিন দফায় এ পর্যন্ত ১৭৭টি সংবাদমাধ্যমকে ‘অনলাইন সংবাদমাধ্যম’ হিসেবে নিবন্ধনের অনুমোদন দেওয়া হল।
.
মুক্তিযোদ্ধের চেতনায় ২০১৮ সালে ঢাকা থেকে একঝাঁক তরুণ দক্ষ সাংবাদিকদের নিয়ে বিডিসমাচার কার্যক্রম শুরু করে। বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সততার মধ্য দিয়ে স্বল্প সময়ে বিডিসমাচার দেশের পাঠকপ্রিয়, জনপ্রিয় পোর্টাল হিসেবে পরিচিতি লাভ করে। দেশের প্রায় সকল জেলা, উপজেলায় বিডিসমাচার এর প্রতিনিধি রয়েছে।
.
বিডি সমাচার এর প্রকাশক ও সম্পাদক মোঃ মহসিন হোসেন সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
.
অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে ২০১৫ সালের শেষ দিকে থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। তখন সরকার বলেছিল, ‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হবে। বেশ কয়েক দফা সময় বাড়িয়ে ২০১৬ সালেও সেই আবেদন নেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর দ্বিতীয় দফায় গত ৪ সেপ্টেম্বর নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ।
.
প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব নিউজ পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
.
এর আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন বা রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। যেসব অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে সরকার নির্ধারিত সংস্থাগুলোর ‘অনাপত্তি’ পাওয়া গেছে, সেগুলোকে রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া ধারাবাহিকাবে চলবে। বাংলাদেশে অনলাইন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি ‘অপসাংবাদিকতা’ রোধ করার লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বলে সরকারের ভাষ্য।

Please Share This Post in Your Social Media

নিবন্ধনের অনুমতি পেল বিডি সমাচার ২৪ ডটকম

Update Time : ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের কৃতিসন্তান সাংবাদিক মহসিন হোসেন সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকমকে ‘ নিবন্ধনের অনুমোদন দিয়েছে সরকার।
.
বিডি সমাচার ২৪ ডটকমের পাশাপাশি আরও ৫০টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
.
সব মিলিয়ে তিন দফায় এ পর্যন্ত ১৭৭টি সংবাদমাধ্যমকে ‘অনলাইন সংবাদমাধ্যম’ হিসেবে নিবন্ধনের অনুমোদন দেওয়া হল।
.
মুক্তিযোদ্ধের চেতনায় ২০১৮ সালে ঢাকা থেকে একঝাঁক তরুণ দক্ষ সাংবাদিকদের নিয়ে বিডিসমাচার কার্যক্রম শুরু করে। বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সততার মধ্য দিয়ে স্বল্প সময়ে বিডিসমাচার দেশের পাঠকপ্রিয়, জনপ্রিয় পোর্টাল হিসেবে পরিচিতি লাভ করে। দেশের প্রায় সকল জেলা, উপজেলায় বিডিসমাচার এর প্রতিনিধি রয়েছে।
.
বিডি সমাচার এর প্রকাশক ও সম্পাদক মোঃ মহসিন হোসেন সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
.
অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে ২০১৫ সালের শেষ দিকে থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। তখন সরকার বলেছিল, ‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হবে। বেশ কয়েক দফা সময় বাড়িয়ে ২০১৬ সালেও সেই আবেদন নেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর দ্বিতীয় দফায় গত ৪ সেপ্টেম্বর নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ।
.
প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব নিউজ পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
.
এর আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন বা রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। যেসব অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে সরকার নির্ধারিত সংস্থাগুলোর ‘অনাপত্তি’ পাওয়া গেছে, সেগুলোকে রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া ধারাবাহিকাবে চলবে। বাংলাদেশে অনলাইন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি ‘অপসাংবাদিকতা’ রোধ করার লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বলে সরকারের ভাষ্য।