নিউইয়র্কে সুপারমার্কেটে গুলিতে নিহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • / ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলে নিউইয়র্কের বাফোলেতে এই ঘটনা ঘটে।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে।

ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে আটককারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

হামলার সময় ওই যুবক হেলমেট পরিহিত ছিল। সে উচ্চ ক্ষমতার একটি রাইফেল ব্যবহার করে টানা গুলিবর্ষণ করে।

সুপারমার্কেটে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে গুলি করে হত্যা করে ওই হামলাকারী।

সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media

নিউইয়র্কে সুপারমার্কেটে গুলিতে নিহত ১০

Update Time : ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলে নিউইয়র্কের বাফোলেতে এই ঘটনা ঘটে।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে।

ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে আটককারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

হামলার সময় ওই যুবক হেলমেট পরিহিত ছিল। সে উচ্চ ক্ষমতার একটি রাইফেল ব্যবহার করে টানা গুলিবর্ষণ করে।

সুপারমার্কেটে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে গুলি করে হত্যা করে ওই হামলাকারী।

সূত্র: বিবিসি