নবীনগরে অনুষ্ঠিত হলো ইংলিশ ডিবেট কমপিটিশন-২০২৪

  • Update Time : ১২:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / 35

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘উইকলি গ্লোবাল নেট’ পত্রিকার আয়োজনে তৃতীয় বারের মতো ইংলিশ ডিবেট কমপিটিশন-২০২৪ এর ফাইনাল রাউন্ড বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে থেকে ফাইনাল রাউন্ডে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা নাহিদুল হাসান নিলয়।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বিতার্কিক আহমেদ ফরহাদ। বিচারক হিসেবে ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওলিউল্লাহ, লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন খান, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল।

এর আগে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা। গ্লোবাল নেট পত্রিকার সম্পাদক মিঠু ধর চৌধুরীর সভাপতিত্বে বিতর্ক শেষে বক্তব্য প্রদান করেন সোশ্যাল ইসলামী ব্যাংক, নবীনগর শাখার ব্যবস্থাপক এবিএম আশিকুজ্জামান চৌধুরী, সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্বাস উদ্দিন হেলাল, জামাল হোসেন পান্না প্রমুখ। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে অনুষ্ঠিত হলো ইংলিশ ডিবেট কমপিটিশন-২০২৪

Update Time : ১২:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘উইকলি গ্লোবাল নেট’ পত্রিকার আয়োজনে তৃতীয় বারের মতো ইংলিশ ডিবেট কমপিটিশন-২০২৪ এর ফাইনাল রাউন্ড বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে থেকে ফাইনাল রাউন্ডে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা নাহিদুল হাসান নিলয়।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বিতার্কিক আহমেদ ফরহাদ। বিচারক হিসেবে ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওলিউল্লাহ, লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন খান, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল।

এর আগে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা। গ্লোবাল নেট পত্রিকার সম্পাদক মিঠু ধর চৌধুরীর সভাপতিত্বে বিতর্ক শেষে বক্তব্য প্রদান করেন সোশ্যাল ইসলামী ব্যাংক, নবীনগর শাখার ব্যবস্থাপক এবিএম আশিকুজ্জামান চৌধুরী, সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্বাস উদ্দিন হেলাল, জামাল হোসেন পান্না প্রমুখ। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।