নওগাঁর রাণীনগরে হাট-বাজারে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হুশিয়ারি দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 46

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার সকল হাট-বাজারসহ পশুরহাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রাহিদ সরদার। রবিবার বিকালে নির্বাচন পরবর্তী উপজেলার আবাদপুকুর বাজারে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে চারমাথায় এক পথসভায় এ হুশিয়ারি দেন তিনি।

এ সময় নবনির্বাচিত রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাহিদ সরদার বলেন, গত ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার জনগণের সেবা করার দায়িত্ব আমার কাঁধে। আমি নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা জনগণ সবাই আমাকে সহযোগীতা করবেন।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী আজ রবিবার জনগণের সঙ্গে আবাদপুকুর বাজারে কুশল বিনিময় করার সময় হাটে আসা অনেক সাধারণ মানুষ এই হাটে অতিরিক্ত টোল আদায় করার বিষয়ে অভিযোগ জানালেন। এসব চাঁদাবাজি মেনে নেওয়ার মত নয়। দ্রুত আবাদপুকুরসহ উপজেলার সকলহাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হুশিয়ারি দেন তিনি।

জনগণের উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান রাহিদ আরও বলেন, আপনারা জনগণ সরকার নির্ধারিত টোলের বেশি একটি টাকাও টোল আদায়কারীদের দিবেন না। এ জন্য হাটের কোন লোকজন যদি আপনাদের কোন হয়রানি করার চেষ্টা করে তাহলে আমাকে এবং ইউএনওকে তৎক্ষাণিক জানাবেন। আমরা অতিরিক্ত টোল আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এছাড়া আগামী বুধবার হাটের চারমাথায় সরকারি টোল আদায়ের তালিকা টাঙ্গিয়ে দেওয়ার আশ^াস দেন তিনি।

এদিন বিকাল ৪টায় নির্বাচন পরবর্তী উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে জনগণের সাথে কুশল বিনিময় শেষে আবাদপুকুর বাজারে কুশল বিনিময় করতে যান নবনির্বাচিত চেয়ারম্যান মো. রাহিদ সরদার। এ সময় উপস্থিত ছিলেন, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু, সহ-সভাপতি ও কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, সাধারণ সম্পাদক মুক্তাদি, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে হাট-বাজারে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হুশিয়ারি দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

Update Time : ০৯:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার সকল হাট-বাজারসহ পশুরহাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রাহিদ সরদার। রবিবার বিকালে নির্বাচন পরবর্তী উপজেলার আবাদপুকুর বাজারে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে চারমাথায় এক পথসভায় এ হুশিয়ারি দেন তিনি।

এ সময় নবনির্বাচিত রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাহিদ সরদার বলেন, গত ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার জনগণের সেবা করার দায়িত্ব আমার কাঁধে। আমি নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা জনগণ সবাই আমাকে সহযোগীতা করবেন।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী আজ রবিবার জনগণের সঙ্গে আবাদপুকুর বাজারে কুশল বিনিময় করার সময় হাটে আসা অনেক সাধারণ মানুষ এই হাটে অতিরিক্ত টোল আদায় করার বিষয়ে অভিযোগ জানালেন। এসব চাঁদাবাজি মেনে নেওয়ার মত নয়। দ্রুত আবাদপুকুরসহ উপজেলার সকলহাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হুশিয়ারি দেন তিনি।

জনগণের উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান রাহিদ আরও বলেন, আপনারা জনগণ সরকার নির্ধারিত টোলের বেশি একটি টাকাও টোল আদায়কারীদের দিবেন না। এ জন্য হাটের কোন লোকজন যদি আপনাদের কোন হয়রানি করার চেষ্টা করে তাহলে আমাকে এবং ইউএনওকে তৎক্ষাণিক জানাবেন। আমরা অতিরিক্ত টোল আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এছাড়া আগামী বুধবার হাটের চারমাথায় সরকারি টোল আদায়ের তালিকা টাঙ্গিয়ে দেওয়ার আশ^াস দেন তিনি।

এদিন বিকাল ৪টায় নির্বাচন পরবর্তী উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে জনগণের সাথে কুশল বিনিময় শেষে আবাদপুকুর বাজারে কুশল বিনিময় করতে যান নবনির্বাচিত চেয়ারম্যান মো. রাহিদ সরদার। এ সময় উপস্থিত ছিলেন, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু, সহ-সভাপতি ও কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, সাধারণ সম্পাদক মুক্তাদি, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।