নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ১৫২ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি বাড়ির পানির মটরের বিদ্যুতের তারের সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম পশ্চিম বালুভরা গ্রামের সবিজ শাহ’র ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি জানান, সন্ধ্যা ৭ টার দিকে পশ্চিম বালুভরা গ্রামে বাবুল নামে এক ব্যক্তির বাড়ির মটরের বিদ্যুতের তারের লাইন ঠিক করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি শরিফুল। এ সময় তারে বিদ্যুৎ সংযোগ ছিল। তারের সংযোগ ঠিক করার সময় তিনি বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

Update Time : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি বাড়ির পানির মটরের বিদ্যুতের তারের সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম পশ্চিম বালুভরা গ্রামের সবিজ শাহ’র ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি জানান, সন্ধ্যা ৭ টার দিকে পশ্চিম বালুভরা গ্রামে বাবুল নামে এক ব্যক্তির বাড়ির মটরের বিদ্যুতের তারের লাইন ঠিক করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি শরিফুল। এ সময় তারে বিদ্যুৎ সংযোগ ছিল। তারের সংযোগ ঠিক করার সময় তিনি বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।