দোহারে বাসের হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ০২:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / 141

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় যমুনা পরিবহনের এক বাস চালকের সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, উপজেলার লটাখোলা বিলের পার গ্রামের ভাড়া বাড়ি থেকে রোববার (১৮ অক্টোবর) তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. রবিউল (৩১) ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর গ্রামের মৃত শেখ ইয়ার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে দোহারের ওই এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে যমুনা পরিবহনের বাসে হেলপার হিসেবে কাজ করতেন তিনি।

নিহত রবিউলের স্ত্রী নিলুফা জানান, রাতে তারা পাশের বাড়ি থেকে গান শুনে এসে খাবার খেয়ে ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে তার স্বামী রবিউলকে বিছানায় দেখতে না পেয়ে পাশের রুমে গিয়ে পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দোহারে বাসের হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০২:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় যমুনা পরিবহনের এক বাস চালকের সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, উপজেলার লটাখোলা বিলের পার গ্রামের ভাড়া বাড়ি থেকে রোববার (১৮ অক্টোবর) তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. রবিউল (৩১) ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর গ্রামের মৃত শেখ ইয়ার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে দোহারের ওই এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে যমুনা পরিবহনের বাসে হেলপার হিসেবে কাজ করতেন তিনি।

নিহত রবিউলের স্ত্রী নিলুফা জানান, রাতে তারা পাশের বাড়ি থেকে গান শুনে এসে খাবার খেয়ে ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে তার স্বামী রবিউলকে বিছানায় দেখতে না পেয়ে পাশের রুমে গিয়ে পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।