দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই

  • Update Time : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • / 176

তসলিম উদ্দিন রুবেল:

ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন বলেছেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দেশ আজ দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই।

তিনি বলেন, ইসলামের আদর্শ সর্বত্র পৌঁছে দিয়ে ইসলামী সমাজ গঠনে অনুপ্রাণিত করতে হবে।

আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্ম পরিষদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন।

নগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ. আর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী শেখ মুহাম্মাদ মারুফ ও ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ।

কর্মশালায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবি জানিয়ে কঠোরহস্তে বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই

Update Time : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১

তসলিম উদ্দিন রুবেল:

ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন বলেছেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দেশ আজ দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই।

তিনি বলেন, ইসলামের আদর্শ সর্বত্র পৌঁছে দিয়ে ইসলামী সমাজ গঠনে অনুপ্রাণিত করতে হবে।

আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্ম পরিষদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন।

নগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ. আর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী শেখ মুহাম্মাদ মারুফ ও ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ।

কর্মশালায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবি জানিয়ে কঠোরহস্তে বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।