দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ পরিদর্শক কায়সার হামিদ গুরুতর আহত

  • Update Time : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / 205

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় শিকার হয়েছেন কায়সার হামিদ নামে এক পুলিশ পরিদর্শক। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ পরিদর্শক কায়সার হামিদ কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার পর থেকে অপরাধীদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় এসআই(নিঃ) মফিজুল ইসলাম খান কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৭ জনকে আসামি করে ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭ ধারায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন ঝাঁকুনি পাড়ার মনু মিয়ার ছেলে মহসিন(৩২),বাজগড্ডা মৃত আবদুস সাত্তারের ছেলে ইমরান(২৮),ঝাঁকুনি পাড়ার মনু মিয়ার ছেলে জসিম(২৮),শুয়ারা এলাকার মৃত ফুল মিয়ার ছেলে ফারুক(২৮),বাজগড্ডা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে ফয়সাল(২৭),বাজগড্ডা এলাকার জাহিদ(২৮),শুয়ারা এলাকার মৃত জলিল মিয়ার ছেলে সাইফুল(২২)।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, রাত ১১টার দিকে বাজগড্ডা বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কায়সার হামিদ।একপর্যায়ে তার ওপর হামলা করা হয়।এতে তিনি মাথায় গুরুতর জখম পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার বলেন,আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের পুলিশ অফিসার কায়সার হামিদ আক্রমণের শিকার হয়।সে এখন মেডিকেলে চিকিৎসাধীন আছে।খোঁজখবর নিয়েছি এখন কিছু আশঙ্কামুক্ত আছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আসামিদের আটক করতে কোতয়ালী মডেল থানার ওসির তত্বাবধানে কাজ চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ পরিদর্শক কায়সার হামিদ গুরুতর আহত

Update Time : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় শিকার হয়েছেন কায়সার হামিদ নামে এক পুলিশ পরিদর্শক। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ পরিদর্শক কায়সার হামিদ কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার পর থেকে অপরাধীদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় এসআই(নিঃ) মফিজুল ইসলাম খান কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৭ জনকে আসামি করে ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭ ধারায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন ঝাঁকুনি পাড়ার মনু মিয়ার ছেলে মহসিন(৩২),বাজগড্ডা মৃত আবদুস সাত্তারের ছেলে ইমরান(২৮),ঝাঁকুনি পাড়ার মনু মিয়ার ছেলে জসিম(২৮),শুয়ারা এলাকার মৃত ফুল মিয়ার ছেলে ফারুক(২৮),বাজগড্ডা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে ফয়সাল(২৭),বাজগড্ডা এলাকার জাহিদ(২৮),শুয়ারা এলাকার মৃত জলিল মিয়ার ছেলে সাইফুল(২২)।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, রাত ১১টার দিকে বাজগড্ডা বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কায়সার হামিদ।একপর্যায়ে তার ওপর হামলা করা হয়।এতে তিনি মাথায় গুরুতর জখম পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার বলেন,আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের পুলিশ অফিসার কায়সার হামিদ আক্রমণের শিকার হয়।সে এখন মেডিকেলে চিকিৎসাধীন আছে।খোঁজখবর নিয়েছি এখন কিছু আশঙ্কামুক্ত আছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আসামিদের আটক করতে কোতয়ালী মডেল থানার ওসির তত্বাবধানে কাজ চলছে।