দাদুভাই স্মৃতি পদক পাচ্ছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব

  • Update Time : ০৬:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 191

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শিশু কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার, গীতিকার ও নাট্যকার রফিকুল হক দাদুভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদ প্রতি বছর দাদুভাই স্মৃতি পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এ বছর দাদুভাই স্মৃতি পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন–সাংবাদিকতায় দৈ‌নিক যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লা‌বের সা‌বেক সভাপ‌তি সাইফুল আলম, ছড়া সাহিত্যে (ছড়াকার) ফারুক হোসেন ও গান রচনায় (গীতিকার) মো. মঞ্জুর উল আলম চৌধুরী।

মো, মঞ্জুর উল আলম রেলও‌য়ে অতিরিক্ত মহাপ‌রিচাক (আরএস) দা‌য়িত্বরত র‌য়ে‌ছেন। এ মাসেই অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তা‌দের হস্তান্তর করা হবে।

দাদুভাই যেসব মাধ্যমে সাফল্যের সঙ্গে কাজ করেছেন সেসব মাধ্যমের বিভিন্ন ব্যক্তিত্বকে প্রতি বছর জানুয়ারিতে দাদুভাইয়ের জন্মদিনে এই পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করার সিদ্ধান্ত হয়েছে।

জুরি বোর্ড প্রতি বছর দেশের একজন গীতিকার, সংগঠক, সাংবাদিক, নাট্যকার ও ছড়াকারকে পদক প্রদানের জন্য নির্বাচিত করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দাদুভাই স্মৃতি পদক পাচ্ছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব

Update Time : ০৬:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শিশু কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার, গীতিকার ও নাট্যকার রফিকুল হক দাদুভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদ প্রতি বছর দাদুভাই স্মৃতি পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এ বছর দাদুভাই স্মৃতি পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন–সাংবাদিকতায় দৈ‌নিক যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লা‌বের সা‌বেক সভাপ‌তি সাইফুল আলম, ছড়া সাহিত্যে (ছড়াকার) ফারুক হোসেন ও গান রচনায় (গীতিকার) মো. মঞ্জুর উল আলম চৌধুরী।

মো, মঞ্জুর উল আলম রেলও‌য়ে অতিরিক্ত মহাপ‌রিচাক (আরএস) দা‌য়িত্বরত র‌য়ে‌ছেন। এ মাসেই অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তা‌দের হস্তান্তর করা হবে।

দাদুভাই যেসব মাধ্যমে সাফল্যের সঙ্গে কাজ করেছেন সেসব মাধ্যমের বিভিন্ন ব্যক্তিত্বকে প্রতি বছর জানুয়ারিতে দাদুভাইয়ের জন্মদিনে এই পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করার সিদ্ধান্ত হয়েছে।

জুরি বোর্ড প্রতি বছর দেশের একজন গীতিকার, সংগঠক, সাংবাদিক, নাট্যকার ও ছড়াকারকে পদক প্রদানের জন্য নির্বাচিত করবেন।