ঢাবির বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে এখন থেকে অনলাইনে ক্লাস নিতে পারবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • / ১৭৬ Time View

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে বলে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে ঢাবির করোনা পরীক্ষার ল্যাবে অন্তত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা শিক্ষার্থীদের অনেকেই জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত বলে জানা গেছে।

তবে করোনার এ ঊর্ধ্বগতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনই ক্যাম্পাস বা আবাসিক হল বন্ধ করার মতো সিদ্ধান্তের দিকে যাওয়ার কথা ভাবছে না। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা সচল রাখায় গুরুত্ব দিচ্ছে তারা।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমের বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার ল্যাবটি পরিচালনার দায়িত্বে থাকা অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত ১ সপ্তাহে ল্যাবে ৩৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সপ্তাহে ১৫-২০ শিক্ষকেরও করোনা শনাক্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ল্যাবে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ১ হাজার টাকা আর শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে করোনা পরীক্ষা করাতে পারছেন। পরীক্ষার ফল দেওয়া হচ্ছে ২৪ ঘণ্টায়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাবির বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে এখন থেকে অনলাইনে ক্লাস নিতে পারবে

Update Time : ১১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে বলে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে ঢাবির করোনা পরীক্ষার ল্যাবে অন্তত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা শিক্ষার্থীদের অনেকেই জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত বলে জানা গেছে।

তবে করোনার এ ঊর্ধ্বগতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনই ক্যাম্পাস বা আবাসিক হল বন্ধ করার মতো সিদ্ধান্তের দিকে যাওয়ার কথা ভাবছে না। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা সচল রাখায় গুরুত্ব দিচ্ছে তারা।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমের বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার ল্যাবটি পরিচালনার দায়িত্বে থাকা অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত ১ সপ্তাহে ল্যাবে ৩৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সপ্তাহে ১৫-২০ শিক্ষকেরও করোনা শনাক্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ল্যাবে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ১ হাজার টাকা আর শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে করোনা পরীক্ষা করাতে পারছেন। পরীক্ষার ফল দেওয়া হচ্ছে ২৪ ঘণ্টায়।