ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যাঃ প্রতিবাদে গভীর রাতেই বিক্ষোভ

  • Update Time : ১২:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 11

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা।

পরে তিনি নিজেকে চোর বলে স্বীকার করলে কয়েক দফায় মারধর করা হয়। তারপর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এই হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদের আহ্বানে ভোর ৪:৩০ টায় রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি ভিসি চত্বর হয়ে আবারও রাজুতে এসে শেষ হয়।

জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বিডি সমাচার কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠদানের জায়গা। এখনে মানুষ হত্যার জায়গা না। কেউ অন্যায় করলে তার বিচার প্রশাসন করবে। গণপিটুনিতে কাউকে হত্যা করা আমরা মেনে নিব না। এই মবদের বিচার করতে হবে। এই সমস্ত অন্যায় বন্ধ করতে হবে।

নিহতের নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যাঃ প্রতিবাদে গভীর রাতেই বিক্ষোভ

Update Time : ১২:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা।

পরে তিনি নিজেকে চোর বলে স্বীকার করলে কয়েক দফায় মারধর করা হয়। তারপর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এই হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদের আহ্বানে ভোর ৪:৩০ টায় রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি ভিসি চত্বর হয়ে আবারও রাজুতে এসে শেষ হয়।

জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বিডি সমাচার কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠদানের জায়গা। এখনে মানুষ হত্যার জায়গা না। কেউ অন্যায় করলে তার বিচার প্রশাসন করবে। গণপিটুনিতে কাউকে হত্যা করা আমরা মেনে নিব না। এই মবদের বিচার করতে হবে। এই সমস্ত অন্যায় বন্ধ করতে হবে।

নিহতের নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।