ঢাকা কলেজে ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলেচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ২১৭ Time View
মুজাহিদ ,ঢাকা কলেজ:
ঢাকা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
মঙ্গলবার(২৩, ফেব্রুয়ারি) বেলা ১২ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস৷ পরে ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু ‘ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ড.মোঃ আব্দুল কুদ্দুস সিকদার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।
.
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নেহাল আহমেদ তিনি বলেন,”১৯৫২ সালের ইতিহাস যখন আমরা পড়ি, তখন দেখি কিছু বিশেষ শ্রেনীর লেখক বঙ্গবন্ধুর কর্মকান্ড ঢেকে রাখার চেষ্টা করেছে৷ তারা বলার চেষ্টা করেছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর কোন ভূমিকা নেই৷ তবে এসবের অবসান ঘটিয়েছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং সিক্রেট ডক্যুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বই দুটিতে৷”
.
তিনি আরো বলেন, “এসব ঐতিহাসিক দলিল পড়লে আমরা দেখতে পাই বঙ্গবন্ধু শুধু ভাষা সৈনিক নয় ভাষা আন্দোলনের নেপথ্যের কারিগর৷
.
ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে একাদশ-দ্বাদশ শ্রেনীর জন্য নির্ধারিত ‘বাঙালির মুক্তির সংগ্রামে ভাষা আন্দোলন ‘ এবং স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় তিন জন করে মেট ছয় জনকে পুরস্কৃত করা হয়৷
Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা কলেজে ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলেচনা সভা

Update Time : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
মুজাহিদ ,ঢাকা কলেজ:
ঢাকা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
মঙ্গলবার(২৩, ফেব্রুয়ারি) বেলা ১২ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস৷ পরে ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু ‘ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ড.মোঃ আব্দুল কুদ্দুস সিকদার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।
.
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নেহাল আহমেদ তিনি বলেন,”১৯৫২ সালের ইতিহাস যখন আমরা পড়ি, তখন দেখি কিছু বিশেষ শ্রেনীর লেখক বঙ্গবন্ধুর কর্মকান্ড ঢেকে রাখার চেষ্টা করেছে৷ তারা বলার চেষ্টা করেছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর কোন ভূমিকা নেই৷ তবে এসবের অবসান ঘটিয়েছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং সিক্রেট ডক্যুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বই দুটিতে৷”
.
তিনি আরো বলেন, “এসব ঐতিহাসিক দলিল পড়লে আমরা দেখতে পাই বঙ্গবন্ধু শুধু ভাষা সৈনিক নয় ভাষা আন্দোলনের নেপথ্যের কারিগর৷
.
ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে একাদশ-দ্বাদশ শ্রেনীর জন্য নির্ধারিত ‘বাঙালির মুক্তির সংগ্রামে ভাষা আন্দোলন ‘ এবং স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় তিন জন করে মেট ছয় জনকে পুরস্কৃত করা হয়৷