ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • / ২১২ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাক বাবু সুজিত রায় নন্দী , সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী প্রমুখ।

ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, রেজাউল করিম রেজা প্রমুখ।

May be an image of 10 people, people sitting and people standing

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, আমরা আমাদের সন্তানদের মুক্তিযোদ্ধা ও জীবনযোদ্ধাদের গল্প শোনাতে চাই। অভিভাবকদের দায়িত্ব সন্তানদের আদর্শের শিক্ষা দেওয়া এবং বাঙালি সংস্কৃতির কথা জানানো। চাঁদপুর সাংবাদিক ফোরামের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে এবং উৎসাহিত হবে।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, সাংবাদিকরা সবসময় জাতির সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সম্পদ ও চাঁদপুরের ঐতিহ্য ইলিশ মাছ রক্ষায় সাংবাদিকদের লেখা ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকরা সোচ্চার হওয়ায় চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উৎসাহমূলক আয়োজন করার জন্য ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

এসময় বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল হক মান্না সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জনকল্যাণ সম্পাদক শামসুজ্জামান নাঈম, প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী ফয়সাল, দপ্তর সম্পাদক মহসিন হোসেন, নির্বাহী সদস্য গাজী আহমেদ উল্লাহ, তোফাজ্জল হোসেন কামাল,রেজাউল করিম রেজা, সাঈদ আল হাসান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফোরামের সদস্যদের মেধাবী সন্তানদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দিয়ে সম্মাননা দেয়া হয়। এবছর এই সম্মাননা পেয়েছেন ৯ জন।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সম্মাননা শেষে সবাইকে দেশীয় ফল দিয়ে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন তোফাজ্জল হোসেন কামাল।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব

Update Time : ০৯:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাক বাবু সুজিত রায় নন্দী , সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী প্রমুখ।

ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, রেজাউল করিম রেজা প্রমুখ।

May be an image of 10 people, people sitting and people standing

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, আমরা আমাদের সন্তানদের মুক্তিযোদ্ধা ও জীবনযোদ্ধাদের গল্প শোনাতে চাই। অভিভাবকদের দায়িত্ব সন্তানদের আদর্শের শিক্ষা দেওয়া এবং বাঙালি সংস্কৃতির কথা জানানো। চাঁদপুর সাংবাদিক ফোরামের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে এবং উৎসাহিত হবে।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, সাংবাদিকরা সবসময় জাতির সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সম্পদ ও চাঁদপুরের ঐতিহ্য ইলিশ মাছ রক্ষায় সাংবাদিকদের লেখা ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকরা সোচ্চার হওয়ায় চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উৎসাহমূলক আয়োজন করার জন্য ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

এসময় বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল হক মান্না সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জনকল্যাণ সম্পাদক শামসুজ্জামান নাঈম, প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী ফয়সাল, দপ্তর সম্পাদক মহসিন হোসেন, নির্বাহী সদস্য গাজী আহমেদ উল্লাহ, তোফাজ্জল হোসেন কামাল,রেজাউল করিম রেজা, সাঈদ আল হাসান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফোরামের সদস্যদের মেধাবী সন্তানদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দিয়ে সম্মাননা দেয়া হয়। এবছর এই সম্মাননা পেয়েছেন ৯ জন।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সম্মাননা শেষে সবাইকে দেশীয় ফল দিয়ে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন তোফাজ্জল হোসেন কামাল।